রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লর্ডস টেস্টের চতুর্থ দিনে, ইংল্যান্ডকে ১৯২ রানে থামিয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বুমরাহ, সিরাজ, আকাশ, নীতীশ, ওয়াশিংটন সুন্দররা। তবুও জবাবে ব্যাট করতে এসে, চাপের মুখে টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শেষে মাত্র ৫৮ রান তুলতে গিয়ে ৪ উইকেট খুইয়েছে ভারত। এদিকে প্রথম ইনিংসের মত, দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক শুভমন গিল। রান পাননি যশস্বী জয়সওয়াল, করুণ নায়ারও। এদিকে ভারতের জয়ের জন্য প্রয়োজন ১৩৫ রান। ইংল্যান্ডের দরকার ৬টি উইকেট।
মধ্যাহ্নভোজের বিরতির আগে চারটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। তারপরেও একের পর এক উইকেট তুলে নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দররা। এদিকে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেছেন অভিজ্ঞ জো রুট (৪০)। ৩৩ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। অপরদিকে বল হাতে দারুন পারফরম্যান্স করেছেন ওয়াশিংটন সুন্দর। মাত্র ২২ রান দিয়ে, তুলে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়াও দুটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। একটি করে উইকেট পেয়েছেন আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি। যার ফলে ইংল্যান্ডের ইনিংস থামে ১৯২ রানে।
জবাবে ব্যাট করতে এসে জফ্রা আর্চারের বলে নিজের উইকেট খোয়াঁন যশস্বী জয়সওয়াল (০)। আইপিএলে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন দুজনে। তবে এক্ষেত্রে বাজিমাত করলেন আর্চার। অপরদিকে মাত্র ৫ রানের মাথায় জীবনদান পেয়েছেন আরেক ওপেনার কেএল রাহুল। তাঁর সহজ ক্যাচ হাতছাড়া করেন ক্রিস ওকস। এদিকে ব্রাইডন কার্সের বলে, এলবিডাবলু আউট হন করুন নায়ার। ৬ রান করেই আউট হন অধিনায়ক শুভমন গিলও। শেষে নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে এসে, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে নিজের উইকেট খোয়াঁন আকাশ দীপও। যার ফলে চতুর্থ দিনের শেষে, ৪ উইকেট হারিয়ে ৫৮ রানে ভারত। অপরাজিত ৩৩ রানে ব্যাট করছেন রাহুল। পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ১৩৫ রান।