রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে খেলার পর, ভারতের হয়ে খেলতে দেখা যায়নি অজিঙ্কা রাহানেকে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে গেছেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান তাঁর ব্যাট থেকেই এসেছে। তবুও জাতীয় দলের দরজা কিছুতেই খুলছে না রাহানের জন্য। যেই কারণে নিঃসন্দেহে আক্ষেপ থাকছে মুম্বইয়ের এই অভিজ্ঞ ব্যাটারের। এমনকি, জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন অজিঙ্কা। তবুও কোনো জবাব পাননি তিনি। এই মুহূর্তে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট দেখতে লন্ডনে রয়েছেন রাহানে। সেখানেই তিনি বলেন, “আমি টেস্ট ক্রিকেটকে ভালোবাসি। লাল বলের ক্রিকেট আমার ভালোবাসা। ফলে আমি এখনো টেস্ট খেলতে চাই। যেই কারণে আমি নির্বাচকদের সঙ্গেও যোগাযোগ করেছিলাম। কিন্তু কোনো জবাব আসেনি তাদের থেকে”।