Connect with us

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১১ জুন লর্ডসের মাঠে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। তার আগে ১৫ জনের দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা। কিছুদিন আগেই ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হওয়ায় ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন জোরে বোলার কাঙ্গিসো রাবাডা। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দলে ফিরছেন তিনি। এছাড়াও তেম্বা বাভুমার অধিনায়কত্বে দলে রয়েছেন ডেভিড বেডিংহাম, কর্বিন বোচ, টনি ডে জর্জি, মারকো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্ক্রাম, উইান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, দেন প্যাটারসন, কাগিসো রাবাডা, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেন্নে (উইকেটরক্ষক)। 

অপরদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে নিজেদের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স। এছাড়াও দলে ফিরেছেন অভিজ্ঞ যশ হ্যাজলউড এবং অলরাউন্ডার ক্যামেরুন গ্রীন। এছাড়াও দলে রয়েছেন স্কট বোলান্ড, আলেক্স ক্যারে, ট্রাভিস হেড, যশ ইংলিশ, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেমান, মার্নাস লাবুশানে, নাথান লিয়ন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার। এছাড়াও দলের সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসেবে যাবেন ব্রেন্ডান ডগেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা