Connect with us

IND vs ENG 3rd ODI: আহমেদাবাদে ১৪২ রানে জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ এক দিনের ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। তার সাথে জস বাটলার ব্রিগেডকে ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ করে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া দিয়ে রাখলেন রোহিত শর্মা, শুভমন গিলরা। এদিন শুরুতে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে প্রতিপক্ষ ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৫৬ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। অনবদ্য শতরান করেন দলের সহ-অধিনায়ক শুভমন গিল (১১২)। জবাবে ২১৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে ১৪২ রানে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মা ব্রিগেড।

প্রসঙ্গত পরপর দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল ভারত। এবারে আহমেদাবাদে চুনকামও সম্পন্ন করল টিম ইন্ডিয়া। যদিও শেষ ম্যাচে শতরান করা রোহিত শর্মা এই ম্যাচে ১ রান করেই ফিরে যান। যদিও বাকি ব্যাটাররা অনবদ্য ব্যাটিং করলেন। ১০২ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভমন গিল। দীর্ঘদিন পরে রান পেলেন বিরাট কোহলিও। ৫৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা অবশ্যই কিছুটা হলেও স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। এদিনও তিনি ৬৪ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন কেএল রাহুল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন আদিল রশিদ।

বিশাল রান তারা করতে নেমে শুরুতে বেশ ভাল ব্যাটিং করেন দুই ব্রিটিশ ওপেনার বেন ডাকেট এবং ফিল সল্ট। তবে পাওয়ার-প্লে’র পরেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। অর্শদীপ সিং দুই ওপেনারকেই ফিরিয়ে দেন। এছাড়া দুটি করে উইকেট পান হর্ষিত রানা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। শেষ পর্যন্ত ৩৪.২ ওভারে শেষ হয়ে যায় ব্রিটিশ ইনিংস। ১৪২ রানের বিশাল ব্যবধানে জয়ী হয় ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা