রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। তার আগে চলছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। যেখানে নজর রয়েছে প্রত্যেকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির। ঠিক সেই মতোই মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচে দারুন নজর কাড়লেন প্রতিভাবান অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন নীতীশ। অন্যদিকে ব্যার্থ হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, রজত পাতিদারদের মতো তারকা ক্রিকেটাররা।
প্রথমে ব্যাট করে মাত্র ১১২ রানে অলআউট হয় মধ্যপ্রদেশ। যেখানে বল হাতে দাপট দেখিয়েছেন নীতিশ। তৃতীয় ওভারের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বলে টানা উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি।অন্যদিকে এদিনের ম্যাচে নীতিশের ওভারেই নিজের উইকেট হারিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ব্যাট হাতে দাগ কাটতে পারেননি তিনি। তাঁর পাশাপাশি এদিন ব্যার্থ হয়েছেন ভেঙ্কটেশ আইয়ারও। গত মরশুমে আইপিএলের সবথেকে বেশি দামের ক্রিকেটার ছিলেন তিনি। এদিন ১৮ বলে মাত্র ২২ রান করেই সাজঘরে ফিরেছেন ভেঙ্কটেশ। যদিও এদিনের ম্যাচের পার্থক্য গড়েছেন মধ্যপ্রদেশের ঋষভ চৌহান (৪৭) এবং রাহুল বাথাম (৩৫) জুটি। ফলে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা।
