রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইসিসির নিয়মের ১৯.৪৪ ধারা অনুযায়ী টেস্ট ম্যাচে সাদা জার্সি পরেই খেলার নিয়ম রয়েছে। যদি জার্সির নিচে অন্য কোনোও গেঞ্জি বা কিছু পরে কোনো ক্রিকেটার মাঠে নামেন, সেক্ষেত্রে সেটির রঙও হতে হবে সাদা। অন্য কোনও রঙের পোশাক ব্যবহার করার নিয়ম নেই টেস্ট ক্রিকেটে। কিন্তু সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই সেই নিয়ম একবার ভঙ্গ করেছিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। তবে সেই ঘটনাটি প্রথমবারের জন্য হওয়ায়, শাস্তি এড়িয়ে যেতে পেরেছিলেন তিনি। কিন্তু এবার আবারও লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন তাকে দেখা গেল, টসের সময় সাদা জার্সির ভেতরে লাল রঙের গেঞ্জি পরে মাঠে নেমেছিলেন শুভমন। তবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এ বারও বেঁচে গেলেন তিনি। জাতীয় সঙ্গীত চলার সময় শুভমন লক্ষ্য করেন, তার জার্সির ভেতরের লাল গেঞ্জিটি দেখা যাচ্ছে। ঠিক তখনই জার্সির বোতাম গলা পর্যন্ত আটকে, শাস্তি এড়িয়ে যান ভারতীয় অধিনায়ক।