Connect with us

ENG vs IND: দিওগো জোটাকে উইকেট উৎসর্গ করলেন মহম্মদ সিরাজ। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। সেই হারের ফলে ভারতীয় ক্রিকেটারদের থেকে শুরু করে ভক্তরা, সকলেরই মন খারাপ ছিল। কিন্তু তার মাঝে আরও একটি খবর সামনে এসেছিল, যেটা শুনে গোটা বিশ্ব যেন থমকে গিয়েছিল। কিছুদিন আগেই নেশনস লিগের ফাইনালে ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন পর্তুগালের তরুণ উইঙ্গার দিওগো জোটা। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পর, ট্রফি নিয়ে সেলিব্রেশনেও মেতেছিলেন তিনি। কিন্তু কে জানত, যে দেশের জার্সি গায়ে সেটাই হবে তার শেষ ম্যাচ। এদিকে ইংল্যান্ডে বনাম ভারতের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি যখন চলছে, সেই সময়েই স্পেনে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দিওগো এবং তার ভাই। 

ইতিমধ্যে লর্ডসের মাঠে চলছে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি। আর সেই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই দেখা গেলো, মহম্মদ সিরাজ উইকেট পেয়ে একটি সেলিব্রেশন করছেন। দিওগো জোটার জার্সি নম্বর ২০। ফলে সেলিব্রেশনের সময়ে এক হাতের দুই আঙ্গুল এবং আরেক হাতকে মুঠো করে সেখানে শূন্য আকার বানিয়ে সেই উইকেটের সেলিব্রেশনটি জোটাকে উৎসর্গ করলেন সিরাজ। ম্যাচের শেষে বিসিসিআই একটি ভিডিও তাদের সমাজমদ্ধমে পোস্ট করেছে। যেখানে সেই সেলিব্রেশন সম্পর্কে সিরাজ বলছেন, “আমরা যখন প্রথম টেস্ট ম্যাচটা হারলাম, সেই সময় জানতে পারলাম যে দিওগো জোটা গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। খবর টা শুনে সত্যিই খুব মন খারাপ হয়েছিল। সত্যিই জীবন বড়ই বিচিত্র। আমরা আজ জানি না কাল কি হতে চলেছে। আমি যেহেতু পর্তুগালের ভক্ত, সেই দেশে রোনাল্ডো খেলেন আমি তাঁকে খুব পছন্দ করি। ফলে ম্যাচে উইকেট পেলে আমি সেটা দিওগো জোটাকে উৎসর্গ করব এটা আমি ভেবেই রেখেছিলাম। এদিন যখন আমি উইকেট পেলাম তার পরে আমি সেই সেলিব্রেশনটা করলাম। যেহেতু জোটার জার্সি নম্বর ২০, সেই কারণেই ওই ভঙ্গিতে আমি সেলিব্রেশনটা করেছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা