রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লর্ডসের মাঠে আরোও একটি সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়লেন ভারতীয় ব্যাটার কেএল রাহুল। এর আগে ২০২১ সালে এই মাঠে সেঞ্চুরি এসেছিল রাহুলের ব্যাট থেকে। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে, ৩ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১৪৫। কেএল রাহুলের সঙ্গে দিনের শেষে ক্রিজে টিকে ছিলেন চোট পেয়েও ব্যাট করতে আসা ঋষভ পন্থ। দ্বিতীয় দিনের শেষে ৫৩ রানে অপরাজিত ছিলেন রাহুল। তৃতীয় দিনের শুরুতে মাথা ঠাণ্ডা রেখে নিজের সাভাবিক খেলা খেলে গেছেন রাহুল। আর সেই খেলারই পুরস্কার পেলেন তিনি। মধ্যাহ্নভোজনের পরেই, নিজের সেঞ্চুরি পূরণ করেন রাহুল। কিন্তু সেঞ্চুরি করে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। তারপরই ১০০ রানের মাথায় সোয়েব বশিরের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন রাহুল। অপরদিকে তার সঙ্গে দেওয়া ঋষভ পন্থ আউট হয়েছেন ৭৪ রান করে।