রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ইনিংসে ইংল্যান্ড থেমেছিল ৩৮৭ রানে। সেই পথেই হাঁটলো ভারতও। প্রথম ইনিংসের শেষ তাদেরও রান ৩৮৭। অর্থাৎ ইংল্যান্ডের সঙ্গে সমানে শেষ করলো টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের খেলা শুরুতে, ভারতের রান ছিল ৩ উইকেট খুঁইয়ে ১৪৫। ক্রিজে ছিলেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। এদিকে লর্ডসের মাঠে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেছেন রাহুল। দ্বিতীয় ভারতীয় হিসেবে ঐতিহাসিক লর্ডসে দুটি সেঞ্চুরি করলেন তিনি। তবে সেঞ্চুরি করেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। সেঞ্চুরি পূরণ করেই, শোয়েব বশিরের বলে আউট হন রাহুল। তবে অল্পের জন্য নিজের সেঞ্চুরি ফস্কেছেন পন্থ। রাহুলের সঙ্গে ১৪১ রানের পার্টনারশিপ করে, অবশেষে ৭৪ রানেই ফিরতে হয়েছে তাঁকে। রাহুল আউট হওয়ার পর ইনিংসকে এগিয়ে নিয়ে যান রবীন্দ্র জাদেজা এবং নীতীশ কুমার রেড্ডি। ৭২ রানের পার্টনারশিপ করেন এই দুই জুটি। শেষের দিকে ৭২ রান করে সাজঘরে ফেরেন জাদেজা। তবে তারপর আর সেভাবে ভারতীয় ব্যাটিং টিকতে পারেনি ইংল্যান্ডের বোলিংয়ের সামনে। যার ফলে ৩৮৭ রানেই থামে ভারতের ইনিংস।
এদিকে দ্বিতীয় দিনের শেষে ব্যাটিং করার খুব বেশি সময় ছিলনা ইংল্যান্ডের কাছে। দিন শেষে হাতে বাকি ছিল মাত্র ৭ মিনিট। ফলে একটাই মাত্র ওভার খেলার সুযোগ ছিল ইংল্যান্ডের কাছে। ভারতের অধিনায়ক শুভমন গিল বল তুলে দেন অভিজ্ঞ জসপ্রীত বুমরাহর হাতে। কিন্তু ইংল্যান্ডের দুই ওপেনারকে দেখা যায় ইচ্ছেকৃত সময় নষ্ট করতে। যদিও শেষ পর্যন্ত এক ওভার ব্যাট করে ২ রান করেছে ইংল্যান্ড।