রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গুজরাটের শিক্ষামন্ত্রী পদে বসেছেন বেশিদিন হয়নি। কিন্তু এরই মধ্যে তার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অজান্তেই ভারতীয় ক্রিকেটারদের আক্রমণ করে বসেছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। আর সাথে সাথেই সোশ্যাল মিডিয়া জুড়ে চলেছে তুমুল বিতর্ক।
সম্প্রতি একটি জনসভায় বক্তব্য রাখছিলেন রিভাবা জাদেজা। সেখানে আচমটাই নিজের স্বামী প্রসঙ্গে একটি মন্তব্য করে বসেন তিনি। জনসমক্ষে বলেন, “আমার স্বামী ওর কর্মসূত্রে দেশ-বিদেশে ঘুরে বেড়ায়। কখনো অস্ট্রেলিয়া তো কখনো ইংল্যান্ড, কখনো আবার লন্ডন বা দুবাই। কিন্তু ওর সামনে একাধিক সুযোগ থাকা সত্ত্বেও কখনো নেশা করেনি। মাত্র ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছিল তারপরেও নিজের সামাজিক দায়িত্ব ভোলেনি। বাড়িতে যে কেউ ওকে বাঁধা দেবে এমন নয়, কিন্তু তারপরেও আমি ওকে কখনো নেশা করতে দেখিনি। ভারতীয় ক্রিকেট দলের অন্যান্য ক্রিকেটাররা নেশা করলেও করতে পারেন, তবে আমার স্বামী কখনো এসব করেন না।” তার এই বক্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় তুমুল বিতর্ক। একদিকে যেখানে তিনি নিজের স্বামীর প্রশংসা করেছেন অন্যদিকে সেখানেই টেনে এনেছেন ভারতের অন্যান্য ক্রিকেটারদের কথা। অনেকেই মনে করছেন এক্ষেত্রে অন্যান্য ক্রিকেটারদের ভাবমূর্তি নষ্ট হতে পারে। আবার একই সাথে তার এই বক্তব্য কিন্তু পুরোপুরি সত্যি নয়। এর আগে ২০১৭ সালে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রবীন্দ্র জাদেজা। নিজের হুকো খাওয়ার একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছিলেন, “ছোটবেলা কেটেছে কালো রাতের নিচে, বড়বেলা কাটছে দুষ্টুমিতে।” তখন এই ছবি প্রকাশ্যে আসার কারণে জাদেজাকে সতর্ক করেছিলেন অনেকেই। জাতীয় দলের সুযোগ পেতেও সমস্যা হতে পারে তার এমনটাও মনে করা হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালে ফের একই রকম বিতর্কে জড়িয়েছিলেন ভারতের এই ক্রিকেটার। অভিনেতা আল্লু আর্জুন অভিনীত পুষ্পা সিনেমার কায়দায় মুখে বিড়ি ধরে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন জাদেজা। যদিও সেখানে ক্রিকেটার লিখেছিলেন, “তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক,” পাশাপাশি এটাও জানিয়েছিলেন যে এই ছবির নেশা দ্রব্যটি এআই নির্মিত।
প্রসঙ্গত গ্রাফিক্স নির্মিত হোক বা না হোক, নেশার কারণে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন রবীন্দ্র জাদেজা। অথচ সেই তাকেই কখনো নেশা করতে দেখেননি তার স্ত্রী এমন মন্তব্যে রীতিমত হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এর থেকেও গুরুতর বিষয় হল নিজের স্বামীর প্রশংসা করার সময় জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের খোঁচা মেরেছেন রিভাবা। ফলে ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ নেওয়া হলেও হতে পারে। উল্টোদিকে এর প্রভাব পড়তে পারে জাদেজার কেরিয়ারেও, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
