রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: একদিনের আন্তর্জাতিক সিরিজে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে ভারত। কিন্তু সিরিজের এই ফলাফল অন্যদিকে উসকে দিয়েছে একটি বিতর্ক। মূলত ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের মন্তব্যেই তৈরি হয়েছে এই বিতর্ক। যদিও এবার গম্ভীরের সুরে সুর মিলিয়েছেন ডি ভিলিয়ার্সও।
সিরিজ জয়ের পর সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেছিলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এতটা গুরুত্বপূর্ণ নয় ব্যাটিং অর্ডার। “একদিনের ক্রিকেটের ফরম্যাটটা বুঝলেই খেলা অনেক সহজ হয়ে যায়। শুধুমাত্র ওপেনিং জুটি ছাড়া বাকি ব্যাটিং অর্ডার এতটা গুরুত্বপূর্ণ নয় সাদা বলের ক্রিকেটে” বলেন গম্ভীর। তার এই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। এমনকি সমালোচনার মুখেও পড়তে হয় কোচকে। তবে এবার গম্ভীরের পাশে দাঁড়িয়ে তারই সুরে সুর মিলিয়েছেন এবিডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, “ওর সাথে আমি অনেকটাই একমত। মূলত ব্যাটিং অর্ডার নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করাই যায়। বাঁ হাতি ডান হাতির যুগলবন্দী থেকে শুরু করে পজিশনে অদল বদল, সবটাই এখানে প্রতিপক্ষকে চমকে দেওয়ার জায়গা রাখে। তবে একটা কথা মাথায় রাখতে হবে এই পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে যেন নিজেদের ক্ষতি না হয়ে যায়।” তবে এর পাশাপাশি দলের প্রশংসাও করেছেন ডি ভিলিয়ার্স। “শেষ ৩১ টি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ২৭ টি জিতেছে টিম ইন্ডিয়া। এর থেকেই বোঝা যায় সবকিছু ঠিক পথেই এগোচ্ছে। আসলে ভারতের ক্রিকেটে একটা গভীরতা রয়েছে আর সেটারই ফল আমরা মাঠে দেখতে পাই” বলেন তিনি।
প্রসঙ্গত অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসাং এর জুটি নিঃসন্দেহে ওপেনিং এ দারুন ফলাফল দিয়েছিল ভারতকে। কিন্তু শুভমন গিলের দলে ফিরে আসার কারণে নিজের জায়গা ছেড়ে দিতে হয়েছে সঞ্জুকে। সেই প্রসঙ্গে অধিনায়ক সূর্যকুমারকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়েছিলেন “ওপেন আর ছাড়া বাকি প্রত্যেককেই দলের স্বার্থে মানিয়ে নিতে হবে। যেহেতু সঞ্জুর আগে থেকেই গিল ওপেনিং করে এবং ওর পারফরম্যান্স অনেক ভালো, তাই ওকেই এই সুযোগটা দেওয়া হয়েছে। তাছাড়া সঞ্জু নিজে তিন থেকে ছয় নম্বর যে কোন কোথাও ব্যাট করতেই স্বচ্ছন্দ।” তার এই বক্তব্য এবং গৌতম গম্ভীর এর পরীক্ষা-নিরীক্ষা এর আগে সমালোচিত হলেও বর্তমানে ডি ভিলিয়ার্সের মুখে একই সুর শুনেছে ক্রিকেট দুনিয়া। ফলে এর থেকে বলাই যায় একগুঁয়ে ফরম্যাট এর গণ্ডি ছেড়ে বেরোতে চাইছে ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম। ফলে ভবিষ্যতে প্রত্যেক ব্যাটারকেই হয়তো তৈরি থাকতে হবে আলাদা আলাদা জায়গায় ব্যাট করার জন্য।
