রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তারপর ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগেই, সরে দাঁড়িয়েছেন টেস্ট ক্রিকেট থেকেও। তবে ওডিআই ক্রিকেটে এখনও খেলবেন তারা। এদিকে ইংল্যান্ড সিরিজে তরুণ ভারতীয় দলকে নিয়ে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। যেই কারণে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। দু’বছর পর দক্ষিণ আফ্রিকায় বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। তবে তার আগে জল্পনা চলছে যে ওয়ানডে ক্রিকেট থেকেও কি এবার অবসর নিতে চলেছেন রোহিত-কোহলি? এবারে সেই বিষয়ে কথা বলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, “কে খেলবে আর কে খেলবে না, সেটা বলা খুব কঠিন। তবে ওরা যদি ভাল পারফর্ম করে, তাহলে কেন খেলবে না? ওয়ানডে ক্রিকেটে বিরাট এবং রোহিতের রেকর্ড দুর্ধর্ষ। ফলে ভাল খেললে অবশ্যই ওদের খেলা চালিয়ে যাওয়া উচিত”।