রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত বর্ডার-গাভাস্কার সিরিজের মাঝ পথেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। আবার লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান বিরাট কোহলিও। সামনেই রয়েছে ইংল্যান্ড সফর। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তারকা পেসার মহম্মদ শামি। যেই কারণে বছরের শুরুতে বর্ডার-গাভাস্কার ট্রফিতেও খেলার সুযোগ হয়নি তাঁর। এবারে যা খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে না থাকার সম্ভাবনা রয়েছে মহম্মদ শামির।
চোট সারিয়ে ফিরে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মহম্মদ শামি। তবে তার পারফরমেন্স একেবারেই চোখে পড়ার মতো হয়নি। যেই কারণে পাঁচদিনের ক্রিকেটের ধকল কতটা সামলাতে পারবেন শামি, সেই নিয়ে একটা জল্পনা থাকছে। সেই বিষয়ে বোর্ডের এক সূত্র বলেন, “শামি এখনও পর্যন্ত টেস্ট দলে প্রথম পছন্দ নয়। মাঠে ফিরলেও, নিজের সেরা ছন্দে নেই ও। শামির রান আপে সমস্যা হচ্ছে। ২০২৩ ওডিআই বিশ্বকাপের আগের ফর্মে একেবারেই নেই শামি। তাছাড়া শর্ট স্পেলের পরই ড্রেসিংরুমে ফিরে যেতে হচ্ছে তাকে। শুধু তাই নয়, শামির বল উইকেট কিপারের হাতে পর্যন্ত ঠিকভাবে পৌঁছচ্ছে না”।