রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। যদিও ভারত তাদের মাচগুলি খেলেছে দুবাইয়ে এবং প্রতিযোগিতা চ্যাম্পিয়নও হয়েছে তারা। কিন্তু ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না পাকিস্তানের কেউই। কেন তাদের মঞ্চে ডাকা হয়নি সেই বিষয়ে আইসিসি ব্যাখ্যা দিলেও সেই ব্যাখ্যায় খুশি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাল্টা নিজেদের মতামত জানিয়েছে পিসিবি-ও।
গোটা প্রতিযোগিতা জুড়েই পাকিস্তানের পরিকাঠামো বারবার প্রশ্নের মুখে পড়েছে। এছাড়াও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান যায়নি ভারত। ফলে ভারতের প্রতিটি ম্যাচ আয়োজিত হয়েছে দুবাইয়ে। কিন্তু তাই বলে ফাইনালের ট্রফি বিতরণের অনুষ্ঠানেও কেউ উপস্থিত থাকবেন না? পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হয়ত পাকিস্তান বোর্ডের প্রতিনিধিকে দেখা যাবে বলেই অনুমান করেছিলেন অনেকেই। কিন্তু ফাইনালে গ্যালারিতেও দেখা যায়নি কাউকে। যার ফলে আইসিসির তরফে বলা হয়েছে, “শুধুমাত্র বোর্ডের প্রধানদের মঞ্চে ডাকে আইসিসি। যেমন সভাপতি, সহ-সভাপতি, চেয়ারম্যান বা সিইও। কিন্তু সেই সময় যদি বোর্ডের অন্য কোনও প্রতিনিধি উপস্থিতও থাকে, তবু তাঁকে স্টেজে ডাকা হবে না”।
অপরদিকে আইসিসির এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পিসিবি। পাল্টা জবাবে তারা বলেন, “আইসিসির তরফে জানানো হয়েছিল, শুধু মহসিন নকভিকে স্টেজে তোলা হবে। যেহেতু ফাইনালে তিনি উপস্থিত হননি, তাই তারা পরিকল্পনা বদল করতে বাধ্য হয়”। কিন্তু তার পরিবর্তে পাক বোর্ডের সিইও সুমের আহমেদকে দুবাইয়ে পাঠানো হয়। তবুও মঞ্চে তাঁকে না ডাকা নিয়ে ক্ষিপ্ত পাক বোর্ড। এদিকে টুর্নামেন্ট শেষে যাবতীয় পুরস্কার তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি।