Connect with us

দলে আসছেন সঞ্জু, সরে দাঁড়াচ্ছেন ধোনি? নতুন মোড় আইপিএলে! বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএল উইন্ডো ওপেন হওয়ার সাথে সাথেই খেলোয়াড়দের দলবদল নিয়ে শুরু হয়েছে একাধিক জল্পনা। এরই মধ্যে সবথেকে বড় চমক এসেছে চেন্নাই সুপার কিংস এর পক্ষ থেকে। শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালসের সঙ্গে নতুন চুক্তি করতে চলেছে চেন্নাই সুপার কিংস। তাদের নজরে রয়েছে ভারতের তরুণ ক্রিকেটার সঞ্জু স্যামসাং। তবে এই জল্পনার সাথে আরও বিস্ফোরক তথ্য জুড়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

আইপিএল দুনিয়ায় কান পাতলেই এখন চারদিকে ঘুরছে চেন্নাইয়ের নতুন চুক্তির কথা। শোনা যাচ্ছে রাজস্থানের সঞ্জুকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে চেন্নাই। তার পরিবর্তে দল থেকে ছেড়ে দিতে রাজি হয়েছে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কুরানকে। তবে এবার নতুন করে এক অন্য সম্ভাবনার কথা জানালেন কাইফ। সম্ভবত মহেন্দ্র সিং ধোনির নির্দেশেই এরকম সিদ্ধান্ত নিতে চলেছে চেন্নাই এবং এর থেকে বোঝা যায় খুব তাড়াতাড়ি আই পি এল থেকেও সরে দাঁড়াতে চলেছেন ধোনি এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। এই প্রসঙ্গে তিনি বলেন, “জাদেজা এবং ধোনি দুজনেই নিজেদের আইপিএল যাত্রা শুরু করেছিল ২০০৮ সালে। আইপিএল এর শুরুর দিন থেকে চেন্নাইতেই ছিল ধোনি। অথচ তার পরেও জাদেজাকে ছেড়ে দলে সঞ্জুকে নিতে চাওয়ার এই সিদ্ধান্ত থেকে একটা ইঙ্গিত খুব স্পষ্ট। হয়তো অনেক দূরের কথা ভাবতে চাইছে ধোনি। আর যদি সত্যিই এই চুক্তি হয় তাহলে এটাই হতে পারে তার শেষ আইপিএল মরসুম। এমনকি মরশুমের মাঝামাঝিও সরে দাঁড়াতে পারে ধোনি।” ক্রিকেট দুনিয়ায় বরাবরই দূরদর্শিতার জন্য প্রশংসিত হয়েছেন ক্যাপ্টেন কুল। এ কথা অস্বীকার করার জায়গা নেই অনেক আগে থেকেই নিজের স্ট্র্যাটেজি ঠিক করে ফেলেন তিনি। বিগত কয়েক বছর ধরে চেন্নাইয়ের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অধিনায়কত্ব। এর আগে ২০২২ সালে আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু অধিনায়ক হিসেবে তিনি ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। তাই দলের প্রয়োজনে ফের মহেন্দ্র সিং ধোনিকেই এগিয়ে আসতে হয় অধিনায়কের চরিত্রে। কাইফ মনে করছেন সঞ্জুকে দলে আনার পিছনে এটাই তার একমাত্র উদ্দেশ্য। চেন্নাইয়ের আগামী দিনের অধিনায়ক হিসেবে সঞ্জুকে জায়গা ছেড়ে দিতে চলেছেন ধোনি নিজেই। আর যদি সত্যিই এমনটা ঘটে তাহলে হয়তো এই মরসুমের মাঝামাঝিও আইপিএল থেকে সরে দাঁড়াতে পারেন ধোনি। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কিছুই জানা যায়নি, তাও ইতিহাস বলছে ধোনির সিদ্ধান্ত তখনই প্রকাশ্যে আসে যখন তিনি নিজে চান। তাহলে কি সত্যি সত্যিই হঠাৎ করে আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন ধোনি? এই সম্ভাবনাকে এখনো উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরাও।

প্রসঙ্গত দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রবীন্দ্র জাদেজা আগাগোড়াই। তাই তার মত একজন ভরসাযোগ্য সদস্যকে ছেড়ে দিয়ে পরিবর্তে সঞ্জুকে আনা চেন্নাই এর জন্য আদৌ কতটা সুখকর হবে তা সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা