Connect with us

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতবদল, নতুন মালিক কে হচ্ছেন? বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মালিকানা হস্তান্তর নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। তবে এবার সেই জল্পনায় শিলমোহর পড়ল অবশেষে। সূত্রের খবর সরকারিভাবে মালিক সংস্থা ডিয়াজিও শুরু করে দিয়েছে আরসিবির বিক্রি প্রক্রিয়া।

শোনা যাচ্ছে ইংল্যান্ডের সংস্থা ডিয়াজিও আরসিবির মালিকানা হস্তান্তর বিষয়ে আর দেরি করতে চাইছে না। ইতিমধ্যে মুম্বাইয়ের শেয়ার মার্কেটে নথিভুক্ত হয়েছে বিক্রির বিষয়টাও। পাশাপাশি উৎসাহ দেখিয়েছেন একাধিক শিল্পপতিও। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী ৩১ শে মার্চের মধ্যেই নতুন মালিক পেতে চলেছে ব্যাঙ্গালোর ‌ ফ্রাঞ্চাইজি এমনটাই আশা কর্তৃপক্ষের। আর সেক্ষেত্রে যে শিল্পপতিদের নাম বারবার উঠে আসছে তারা হলেন বেঙ্গালুরুর বাসিন্দা ‘জ়িরোধা’র অন্যতম প্রতিষ্ঠাতা নিখিল কামাথ, মনিপাল গোষ্ঠীর চেয়ারম্যান রঞ্জন পাই, সেরাম ইন্সস্টিটিউটের চেয়ারম্যান আদার পুনাওয়ালা। কিন্তু বলাই বাহুল্য এই ফ্রাঞ্চাইজির বাজার দর অনেকটাই বেশি হওয়ার কারণে কোন একজন শিল্পপতির পক্ষে পুরোটা কেনা সম্ভব নয়। সেক্ষেত্রে হয়তো শিল্পপতিরা একটি আভ্যন্তরীণ গোষ্ঠী নির্মাণ করতে পারেন এমনটাই ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত ২০২২ সালের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বাজার দর ছিল ৮৩০০ কোটি টাকা। গত মরসুমে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর নিঃসন্দেহে যে সেই অর্থ আরো অনেকটাই বাড়বে তা বলাই বাহুল্য। এখন দেখার কত তাড়াতাড়ি এবং কার হাতে হস্তান্তরিত হয় ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা