Connect with us

আবারও চোটের কবলে ঋষভ পন্থ। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি বছরেই ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ চলাকালীন পায়ে গুরুতরো চোট পেয়ে মাঠ ছেড়ে ছিলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। সেই ছোট সরিয়ে খেলার মাঠে ফিরলেও, আবারও চোট পেলেন তিনি। ভারত ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টে শনিবার ব্যাট করতে নেমে তিন বার চোট পেয়েছেন পন্থ। ছোট এতটাই গুরুতর ছিল যে পরবর্তীতে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। পরবর্তীতে ব্যাটিং করতে বা উইকেটকিপিং করতেও মাঠে নামতে পারেননি ঋষভ। প্রথমে হেলমেটে, তার পর বাঁ হাতে কনুইয়ে এবং পরে পেটে আঘাত পেয়েছেন পন্থ। সাজঘরে ফিরে যাওয়ার সময় পন্থের রান ছিল ১৭। তাঁর পরিবর্তে উইকেটরক্ষা করেছেন ধ্রুব জুরেল। যদিও পন্থের চোট কতটা গুরুতর সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ভারতীয় ‘এ’ দলের পক্ষ থেকে। এদিকে আগামী ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। ফলে সেই টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা