রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হংকং সিক্সে হারের হ্যাটট্রিক ভারতের। যদিও পাকিস্তানকে হারিয়ে প্রতিযোগিতার শুরুটা দারুন করেছিল ভারত। কিন্তু তারপর একেবারেই খেই হারিয়েছেন রবিন উথাপ্পা, দীনেশ কার্তিকরা। শনিবার কুয়েত, আরব আমিরশাহী এবং নেপালের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। দুর্ভাগ্যবশত তিন ম্যাচেই লজ্জার হার স্বীকার করতে হল ভারতকে।
প্রথম ব্যাট করে ৬ ওভারে কুয়েত তোলে ১০৬ রান। জবাবে ব্যাটিং করতে এসে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন উথাপ্পা। ব্যর্থ হন কার্তিক (৮), বিনি (২) এবং প্রিয়াঙ্কও (১৭)। শেষের দিকে মিঠুন (২৬) এবং নাদিম (১৯) লড়াই করলেও, জয় এনে দিতে পারেননি ভারতকে। ভারতের ইনিংস শেষ হয় ৭৯ রানে। যদিও আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি হয়। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতের শুরুটা ভাল না হলেও, পরবর্তীতে অভিমন্যু মিঠুন (৫০) এবং দীনেশ কার্তিক (৪২) দারুন ব্যাটিং করেন। যেই সুবাদে আরব আমিরসাহিকে ১০৮ রানের বিরাট লক্ষ্যমাত্রা দেন ভারতের ব্যাটসম্যানরা। যদিও ভারতের দেওয়া লক্ষ্য ৫.৫ ওভারে ২ উইকেট হারিয়েই পূরণ করে নেয় আমিরশাহী। পরবর্তীতে নেপালের বিরুদ্ধেও পরাজয় স্বীকার করতে হয় ভারতকে। ১৩৭ রানের পাহাড় সমান রান ধাওয়া করতে নেমে মাত্র ৩ ওভারে ৪৫ রানেই শেষ হয় ভারতের ইনিংস।
