রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই প্রতিযোগিতা। যেখানে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে অভিযান শুরু করবে ভারত। তার আগে এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। তবে যেহেতু গিল সুযোগ পেয়েছেন, সেক্ষেত্রে সকলেই মনে করছেন গিল আসায় ওপেনিং করবেন তিনিই। যার ফলে বাধ্য হয়েই নিচের দিকে ব্যাটিং করতে হবে সঞ্জু স্যামসনকে। এহেন পরিস্থিতিতে সঞ্জুর পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। তার মতে ওপেনার হিসাবে স্যামসনকে সরিয়ে গিলকে আনা সহজ হবে না। বরং এশিয়া কাপে সঞ্জু স্যামসনকেই ওপেনার হিসেবে চাইছেন শাস্ত্রী। ২০২৪ সাল থেকে ওপেনার হিসাবে ৪১টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৬১ রান করেছেন তিনি। তবে পরের দিকে ব্যাটিং করতে নেমে ৯ ইনিংসে মাত্র ২৯ রান এসেছে তার ব্যাট থেকে। এই বিষয়ে রবি শাস্ত্রী বলেছেন, “সঞ্জু উপরের দিকের ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি বিধ্বংসী ব্যাটার। উপরের দিকে ব্যাটিং করে অনেক ম্যাচ একার হাতে ভারতকে জিতিয়েছে। টি-টোয়েন্টিতে সঞ্জুর রেকর্ডও দারুণ। ফলে ওর জায়গায় গিলকে খেলানো সহজ হবে না। বরং গিল অন্য জায়গায় খেলুক আর সঞ্জু ওপেনিং করুক”।