Connect with us

আইপিএলের অধিনায়ক বিতর্কে মুখ খুললেন রোহিতের কোচ

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪ আইপিএল এর আগে মুম্বাইয়ে দল গঠন নিয়ে উঠেছিল জোর বিতর্ক। মূলত রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়ার বিরুদ্ধেই গর্জে উঠেছিল গোটা ক্রিকেট মহল। যে রোহিত শর্মার অধিনায়কত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বাই, তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মুম্বাইয়ের ফ্যানরাও। এমনকি অনেক প্রাক্তন ক্রিকেটারও সরাসরি মুখ খুলেছিলেন বিষয়টি নিয়ে। অন্যদিকে দীর্ঘ দুটো মরসুম গুজরাটের হয়ে খেলেছিলেন হার্দিক। তাকে দলে নেওয়ার পাশাপাশি অধিনায়ক বানানোর সিদ্ধান্তটা বেশ চোখেই লেগেছিল সকলের। শুধু তাই নয় এই সিদ্ধান্ত যে অনেকটাই প্রভাব ফেলেছিল দলের পারফরমেন্সে সেটাও বোঝা গেছিল আইপিএল শেষে। মোট ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচে জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামেই হার্দিককে লক্ষ্য করে বিভিন্ন অঙ্গভঙ্গি এবং অপমানজনক ইঙ্গিত করেছিলেন মুম্বাইয়ের সাপোর্টাররা।

এই ঘটনার কেটে গেছে প্রায় এক বছর। শুরু হতে চলেছে নতুন মরসুমের আইপিএল। কিন্তু তার আগে সেই পুরনো বিতর্ককে ফের উস্কে দিলেন রোহিত শর্মার প্রাক্তন কোচ দীনেশ ল্যাড। স্পষ্ট জানালেন রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া ছিল আপাতমস্তক ভুল সিদ্ধান্ত। “আমি যতদূর জানি এটা ফ্র্যাঞ্চাইজির নিজস্ব সিদ্ধান্ত ছিল। রোহিত নিজে বলেনি যে ও খেলবে না। সত্যি বলতে রোহিতকে ক্যাপ্টেন রাখা উচিত ছিল। যেভাবে ও মুম্বাই কে ৫ টা ট্রফি জিতিয়েছে, ওর বিকল্প কল্পনা করাটাই তো ভুল। যদিও ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তের উপর কথা বলা ঠিক নয়” বিরক্তির সুরে বলেন ল্যাড। পাশাপাশি হার্দিক এবং রোহিতের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি প্রসঙ্গ সরাসরি উড়িয়ে দেন তিনি। পারস্পরিক কোন ঝামেলা বা দ্বন্দ্ব যে দুই ক্রিকেটারের মধ্যে নেই বা কোনদিনই ছিল না এই বিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। বরং টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর কোন ক্রিকেটারই কথা বলতে পারে না, এই কথাও জোর দিয়ে বলেন রোহিতের প্রাক্তন কোচ।

প্রসঙ্গত আগামী ২২ শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। এই মরসুমেও হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক রেখেই এগোতে চাইছে মুম্বাই। তবে গত মরশুমের জের কাটানোর জন্য নিঃসন্দেহে হার্দিক পান্ডিয়াও চাইবেন এই মরশুমে নিজের দলকে চ্যাম্পিয়ন করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা