রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সিডনির মাঠে বর্ডার-গাভাস্কার ট্রফির ফাইনাল টেস্ট ম্যাচটি খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যেই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। যা খবর তাতে ক্রিকেট মাঠে ফিরতে এখনও কিছুটা সময় লাগবে বুমরাহের। শোনা যাচ্ছে আইপিএলের শুরুতেও বুমরাহের না খেলার সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয়, তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য সেটা খুবই চিন্তার কারণ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে বুমরাহের। যদিও এর মাঝে ভারত-পাকিস্তান ম্যাচের আগে দুবাইতে গিয়ে আইসিসির একটি পুরস্কার নিয়েছেন ভারতীয় এই পেসার।
পিঠের চোটের কারণে এখনও ভুগছেন বিশ্বের একনম্বর পেসার জসপ্রীত বুমরাহ। যেই কারণে এখনও খেলা সম্ভব হচ্ছে না তাঁর। সেই বিষয়ে বোর্ডের এক কর্তা বলেন, “রিপোর্ট ঠিক আছে এবং অ্যাকাডেমিতে বোলিংও শুরু করেছেন বুমরাহ। তবে আইপিএলের শুরুতে তাঁর বোলিং করাটা কঠিন। মনে হয় এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারবেন বুমরাহ”। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং শুরু করলেও, এখনও পূর্ণশক্তি দিয়ে বল করছেন না বুমরাহ। যেই কারণে হয়তো আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম তিন-চারটি ম্যাচে খেলা হবে না তাঁর। সেই প্রসঙ্গে বোর্ড কর্তা বলেন, “কোনও সমস্যা ছাড়া অ্যাকাডেমিতে টানা বল না করলে বুমরাহকে ছাড়া হবে না”।