রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের বদলা পূরণ করেছে রোহিত-কোহলিরা। এবারে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউয়িদের হারিয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালের বদলাটা নেওয়ার। সেই ম্যাচে খেলতে নামার আগে ভারতের হাতে রয়েছে অনেকগুলো তুরুপের তাস। তবে ফাইনালের আগে রবীন্দ্র জাদেজার প্রশংসায় পঞ্চমুখ কোচ গৌতম গম্ভীর।
চ্যাম্পিয়ন্স ট্রফির চার ম্যাচে ব্যাট হাতে সেরকম ঝড় তুলতে না পারলেও গড়ে ৩৮.৩৫-এ চারটি উইকেট তুলেছেন জাদেজা। তবে শুধুমাত্র তথ্য পরিসংখ্যান দিয়ে জাদেজার গুরুত্ব বিচার করতে নারাজ গৌতম গম্ভীর। ২০০৯ সালে জাতীয় দলে অভিষেকের পর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ফাইনালের সেরা হয়েছিলেন জাদেজা। সম্প্রতি আইসিসি একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে গম্ভীর বলছেন, “জাদেজার সাফল্যের কথা খুব বেশি আলোচিত হয় না। আমার সবসময় মনে হয়েছে ও সেভাবে প্রচারের আলোয় আসে না। সেটা টেস্ট হোক, টি-টোয়েন্টি হোক কিংবা ৫০ ওভার। শুধু ব্যাট বা বল হাতে নয়, ফিল্ডার হিসেবেও ওর কৃতিত্ব আকর্ষণীয়। আমার মতে ভারতীয় ক্রিকেটের জন্য জাদেজা খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার”। এছাড়াও শুধু মাঠের পারফরম্যান্সই নয়, ড্রেসিংরুমে ভারতীয় অলরাউন্ডারের ভূমিকাকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছেন গুরু গম্ভীর। তিনি বলেন, “আমরা ড্রেসিংরুমে জানি ওর গুরুত্ব কতটা। মাঠে গিয়ে কী করছে সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ড্রেসিংরুমে ওর অবদান কত বেশি। আমার মতে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম জাদেজা”।