রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ভার্চুয়ালি বিশ্বের সর্ববৃহৎ হকি স্টেডিয়াম অর্থাৎ বিবেকানন্দ হকি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার এই স্টেডিয়ামের যাবতীয় ফেসিলিটি ঘুরে দেখলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোসও। একেবারে আন্তর্জাতিক স্টেডিয়ামের ধাচেই তৈরি হয়েছে এই বিবেকানন্দ হকি স্টেডিয়াম। উন্নত মানের মাঠের পাশাপাশি ভিআইপি গ্যালারি, উন্নত মানের ড্রেসিংরুম রেফারী রুম থেকে শুরু করে আরো যাবতীয় ফ্যাসিলিটি রয়েছে এই স্টেডিয়ামকে ঘিরে। এই স্টেডিয়ামের দর্শক-আসনের সংখ্যা ২২ হাজার। ভারতবর্ষের বুকে এত বড় হকি স্টেডিয়াম আর কোথাও নেই। কলকাতার বুকে এমন একটি ঐতিহাসিক স্টেডিয়াম তৈরি করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। এই বিবেকানন্দ হকি স্টেডিয়ামে উপস্থিত হয়ে গোটা মাঠ থেকে শুরু করে গ্যালারি এবং যাবতীয় যা ফেসিলিটি এই মাঠের রয়েছে সমস্ত কিছুই ঘুরে দেখলেন অরূপ বিশ্বাস। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, “ভারতবর্ষের বুকে ২২ হাজার দশক আসনের স্টেডিয়াম আর কোথাও নেই। সেটা কলকাতাতেই তৈরি হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে হলে যাবতীয় যা যা ফ্যাসিলিটির প্রয়োজন আমরা সমস্ত কিছু এই বিবেকানন্দ হকি স্টেডিয়ামের জন্য তৈরি করেছি”।
মাননীয় মন্ত্রী সুজিত বোস বলেন, “গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেছিলেন। এই স্টেডিয়ামের উদ্বোধনের কারণে বাংলার বুকে আবারও হকি ফিরে আসবে সেই আশা রাখছি। আশা করব আরও অনেক হকি খেলোয়ার বাংলা থেকে উঠে আসবেন এবং এই স্টেডিয়ামে আশা করব আগামীদিনে অনেক আন্তর্জাতিকমানের ম্যাচও আয়োজিত হবে”।
