রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি জিতে, রেকর্ড তৈরি করেছে ভারতীয় দল। এর আগে কোনদিন এই মাঠে টেস্ট ক্রিকেটে কোনো এশিয়ার দল জয়ের মুখ দেখেনি। তবে সেই মিথ ভেঙে দিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম এশিয়ান দল হিসেবে ৬৩ বছরের ইতিহাসে প্রথমবার এজবাস্টনে টেস্ট জিতল ভারত। এছাড়াও বিভিন্ন রেকর্ড গড়েছে শুভমন গিলের অধিনায়কত্বে ভারতীয় দল।
৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের নজির গড়েছে টিম ইন্ডিয়া। এর আগে ২০১৯ সালে ৩১৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল ভারত। এছাড়াও এশিয়ান দলগুলির মধ্যে সবথেকে বড় জয় এটাই। অপরদিকে এজবাস্টন টেস্টে বুমরাহ না খেলায়, তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছিলেন বাংলার পেসার আকাশ দীপ। খেলতে নেমে নিজের জাত চিনিয়েছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মোট ১৮৭ দিয়ে নিয়েছেন ১০টি উইকেট। যেটাও একটা নজির। ১৯৮৬ সালে এজবাস্টনে ১৮৮ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন ভারতের চেতন শর্মা। এবারে তার থেকে এক রান কম দিয়েই, সেই রেকর্ড নিজের নামে করেছেন আকাশ দীপ। আকাশ দীপের সঙ্গে জুটি বেঁধেছিলেন মহম্মদ সিরাজও। দুজনের জুটিতে ইংল্যান্ডের মোট ১৭টি উইকেট তুলে নিয়েছিল ভারত। যেইটা যেকোনও টেস্টে যৌথভাবে নেওয়া সর্বোচ্চ উইকেট।
শুধু তাই নয়, দ্বিতীয় টেস্টে ভারত এবং ইংল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে এসেছে ১৬৯২ রান। যেটা দুই দলের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান। প্রথম টেস্টে এই দুই দল করেছিল ১৬৭৩ রান। দ্বিতীয় টেস্টে সেই রেকর্ডকেও ছাপিয়ে গেছে ভারত ও ইংল্যান্ড।