Connect with us

ENG vs IND: কটাক্ষ থেকে প্রশংসা, ভারতের জয়ের সাথে সাথেই ভোলবদল; বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই সমতা ফিরিয়েছে ভারত। ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারানো এখনো পর্যন্ত বৃহত্তম ওভারসিজ টেস্ট জয় ভারতের। তবে সিরিজ শুরুর আগেই তরুণ অধিনায়ক শুভমন গিলকে একাধিকবার পড়তে হয়েছে সমালোচনার মুখে। বারবার বিরাট কোহলির সাথে তুলনা টানা হয়েছে। সমালোচকদের এই তালিকা থেকে বাদ পড়েননি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেন। লিডসে পরাজয়ের পর তিনি স্পষ্ট বলেছিলেন শুভমনের মধ্যে অধিনায়কের বৈশিষ্ট্য নেই, যা বিরাট কোহলির মধ্যে ছিল। তবে দ্বিতীয় টেস্ট জয়ের পর নিজের এই বক্তব্য থেকে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার।

অধিনায়ক হিসেবে গিলের অভিষেক ম্যাচেই পরাজয়ের পর ধেয়ে এসেছিল সমালোচনার ঝড়। “আমার মনে হয়নি মাঠে বিশেষ কাউকে দেখছি। বরং মনে হয়েছে গিল কিছুটা হাতড়ে বেড়াচ্ছে। বিরাট কোহলির রোহিত শর্মাদের পর ভারতের অধিনায়ক হওয়ার জন্য যে বিশেষ বৈশিষ্ট্য দরকার আমার মনে হয় না তা ওর মধ্যে রয়েছে” বলে কটাক্ষ করেছিলেন নাসের হোসেন। যদিও রবিবার এজবাস্টন টেস্ট জেতার পরে, সেই গিলের প্রশংসাতেই পঞ্চমুখ হয়েছেন তিনি। বলেছেন বিরাট কোহলির অ্যাগ্রেশনের থেকেও গিলের শান্ত স্বভাবই এখন বেশি প্রয়োজন ভারতের। “কোন ম্যাচ হেরে গেলে অধিনায়ককে দোষ দেওয়া সব থেকে সহজ। আবার কোন ম্যাচ জিতে গেলে সবটাই হয় অধিনায়কের কৃতিত্ব। তবে আমরা যেখান থেকে খেলা দেখি সেই কমেন্ট্রি বক্স থেকে দেখলে বোঝা যায় যে ম্যাচ চলাকালীন একাধিক ব্যক্তি পরামর্শ দিচ্ছে, তাহলে আসল চালক কে? তবে এই ম্যাচে দেখা গেল গোটা দায়িত্ব গিল একাই সামলাচ্ছে। পন্থ বা রাহুলের থেকে পরামর্শ নিলেও গোটা ফিল্ডিং সাজাচ্ছিল গিল। ‌ আর ওর সবথেকে বড় বিষয় হল ও শান্ত। আর এই মুহূর্তে বিরাট কোহলির মত চরিত্রের থেকেও এই শান্ত স্বভাবই দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি” বলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

তবে বলাই বাহুল্য দ্বিতীয় ম্যাচে এই জয় ভারতকে আত্মবিশ্বাসের চূড়ায় নিয়ে গেছে। অন্যদিকে অধিনায়ক হিসেবে সাবলীল ভূমিকা পালন করেছেন শুভমন গিল। এখন দেখার জয়ের এই ধারা অব্যাহত থাকে কি না পাঁচ ম্যাচের এই গোটা সিরিজ জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা