Connect with us

ENG vs IND: আকাশ দীপের আবেগঘন বার্তার উত্তরে কি বললেন তার দিদি অখণ্ড জ্যোতি সিং? জানতে পড়ুন… 

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে, বল হাতে দারুন পারফরম্যান্স তুলে ধরেছেন বাংলার জোরে বোলার আকাশ দীপ। পাশাপাশি এজবাস্টনে, প্রথমবারের জন্য টেস্ট জয়ের নজিরও গড়েছে ভারত। মূলত জসপ্রীত বুমরাহ না খেলায়, দলে জায়গা পেয়েছিলেন আকাশ দীপ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দুই ইনিংস মিলিয়ে মোট ১০টি উইকেট পেয়েছেন বাংলার এই পেসার। ম্যাচ শেষে যদিও এই জয়টিকে নিজের দিদিকে উৎসর্গ করেছিলেন আকাশ দীপ। রবিবার ম্যাচের শেষে তিনি বলেছিলেন, “আমার দিদি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তবে এখন সে ভালো আছে এবং আমার এই পারফরম্যান্স দেখে সে সবচেয়ে বেশি খুশি হবে। তাই এই জয়টি আমি আমার বোনের জন্য উৎসর্গ করতে চাই”। এবারে আকাশ দীপের বলা সেই আবেগঘন বার্তার জবাব দিলেন তার দিদি অখণ্ড জ্যোতি সিং। 

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে অখণ্ড জ্যোতি সিং তার ভাই আকাশ দীপকে বলেছিলেন তাকে নিয়ে চিন্তা করতে হবে না। বরং দেশের হয়ে খেলার দিকেই মনোযোগ দিতে। এমনকি আকাশের এই দারুন পারফরম্যান্সের কারণে যথেষ্ট খুশি হয়েছেন তিনি। ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আকাশ দীপের দিদি অখণ্ড জ্যোতি সিং বলেন, “আকাশ ১০টি উইকেট পেয়েছেন একটা টেস্ট ম্যাচে। যেটা দেশের এবং নিজের জন্য সত্যিই একটা গর্বের বিষয়। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে আকাশের সঙ্গে বিমানবন্দরে দেখা করতে গিয়েছিলাম। তখন আমি ওকে বলেছিলাম যে আমি সুস্থ আছি এবং আমাকে নিয়ে কোনরকম ভয় না পেতে। শুধুমাত্র দেশের হয়ে খেলার দিকে মনোযোগ দিতে। ক্যান্সারের মতো রোগের আমি এই মুহূর্তে থার্ড স্টেজে রয়েছি। ডাক্তার বলেছেন আরো ছয় মাস আমার শুশ্রুষা চলবে। তারপর বাকিটা দেখা যাবে। তবে আকাশ যখনই উইকেট পাচ্ছিল সেটা আমাকে আরও বেশি আনন্দ দিচ্ছিল। আমি এত জোর আনন্দে চিৎকার করছিলাম যে পাশের বাড়ির লোক পর্যন্ত আমার চিৎকার শুনতে পারছিল”। ম্যাচের শেষে নিজের দিদিকে নিয়ে যথেষ্ট বেশি আবেগঘন বার্তা দিয়েছিলেন আকাশ। সেই বিষয়ে তার দিদি অখন্ড জ্যোতি সিং বলেন, “আকাশ যেভাবে আবেগঘন হয়ে পড়েছিল এবং এই জয়টাকে আমায় উৎসর্গ করেছে, সেটা সত্যিই একটা বড় ব্যাপার। এটাই দেখায় যে ও কতটা আমাকে এবং আমাদের পরিবারকে ভালোবাসে। এরকম পরিস্থিতি থাকা সত্ত্বেও যে আকাশ এই পারফরম্যান্সটা করেছে এবং উইকেট তুলেছে এটা অনেক বড় বিষয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা