রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ স্টেজের তিনটি ম্যাচেই জিতে সেমিফাইনালে উঠেছিল ভারত। তারপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করেন রোহিত শর্মারা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হতে চলেছে কিউয়িরা। তবে ফাইনালের আগে বড় সুখবর ভারতের সামনে। শোনা যাচ্ছে, চোটের কারণে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ম্যাট হেনরি নাও খেলতে পারেন ফাইনাল ম্যাচ।
বুধবার লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমে গুরুতর আঘাত পেয়েছেন নিউজিল্যান্ড বোলার ম্যাট হেনরি। ক্রিজে তখন বিধ্বংসী মেজাজে ক্লাসেন। তাঁর উইকেট নিঃসন্দেহে ফাইনালে জায়গা পাকা করার রাস্তা গড়ে দেবে নিউজিল্যান্ডের জন্য। আর তাই কোনরকম ঝুঁকি না নিয়ে সোজা ক্লাসেনের মারার শট ক্যাচ করার উদ্দেশ্যে লাফিয়ে পড়েছিলেন হেনরি। সফলও হন সেই ক্যাচ নিতে। কিন্তু আচমটাই বেকায়দায় নিজের কাঁধের ভরে মাঠে পড়ে যেতে দেখা যায় নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারকে। সাথে সাথে পৌঁছে যান ফিজিওরা। এমনকি চোট এতটাই গুরুতর হয়ে যায় যে মাঠ ছাড়তে হয় তাঁকে। নির্ধারিত দশ ওভার বলও করতে পারেননি হেনরি। ৭ ওভার বল করে ৪২ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক জানান, তাঁর সতীর্থের চোট এতটাই গুরুতর হয়তো ফাইনালে নাও দেখা যেতে পারে তাঁকে।
প্রসঙ্গত গ্রুপ স্টেজের ম্যাচে ভারতের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে বল করতে দেখা গিয়েছিল এই বোলারকে। মাত্র ৪২ রান দিয়ে তুলে নিয়েছিলেন পাঁচটি উইকেট। একসময় ভারতের কপালে চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছিলেন ম্যাট হেনরি। সত্যিই যদি তিনি ফাইনালে নামতে না পারেন নিঃসন্দেহে সেটা রোহিত শর্মাদের কাছে সুখবর। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কোন ঘোষণা করেনি নিউজিল্যান্ড দল। আরও কিছুটা সময় নিয়ে অপেক্ষা করতে চাইছেন তারা নিজেদের তারকা বোলারকে ফাইনালে নামানোর জন্য। আগামী ৯ মার্চ রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর ২:৩০ টায় চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত।