Connect with us

ইংল্যান্ড সফরের পর, এশিয়া কাপেও বড় ভূমিকা পেতে চলেছেন গিল-যশস্বী জুটি। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডে সদ্য দারুন লড়াই করে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে শুভমন গিলের “নতুন ভারত”। সেই সিরিজে আগুনে ছন্দে ব্যাটিং করেছেন খোদ অধিনায়ক। এছাড়াও ওপেনিং করতে এসে দারুন ব্যাটিং করতে দেখা গেছে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকেও। ওভালে শেষ টেস্ট ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এবারে সেই দারুন খেলার পুরস্কার পেতে চলেছেন গিল-যশস্বী। সামনেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এশিয়া কাপের দলও ঘোষণা হওয়ার কথা। এবারে সেই দলে বড় দায়িত্ব পেতে চলেছেন ভারতীয় দলের দুই তারকা। দুজনকেই এশিয়া কাপের দলে দেখা যেতে পারে। যদিও সাম্প্রতিক সময়ে খুব বেশি টি-টোয়েন্টি ক্রিকেটে খেলতে দেখা যায়নি এই দুজনকেই। তবে তাদের ফর্মকে মাথায় রেখে কোনোভাবেই এই দুজনকে উপেক্ষা করতে চাইছে না নির্বাচকমহল। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। ইংল্যান্ড সফরে দারুন ছন্দে ছিলেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল। ফলে দলকে সাফল্য দিতে বড় দায়িত্ব নিতে হবে গিল-যশস্বী জুটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা