রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটির মধ্যে মাত্র তিনটি টেস্ট ম্যাচেই খেলতে পারবেন ভারতের এক নম্বর জোরে বোলার জসপ্রীত বুমরাহ। প্রথম টেস্টে খারাপ বোলিংয়ের কারণে ম্যাচ হারতে হয়েছিল ভারতকে। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে বুমরাহ না থাকায়, তার জায়গায় দলে জায়গা পেয়েছিলেন বাংলার জোরে বোলার আকাশ দীপ। যদিও তিনি দলে সুযোগ পেলেও, খুব বেশি প্রত্যাশা হয়ত কেউই তাঁকে নিয়ে করেনি। কিন্তু তার মধ্যে থেকেই নিজেকে প্রমাণ করে দেখালেন বাংলার এই পেসার। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের শেষ দিনে পাঁচ উইকেট তুলে নিয়ে, ইংল্যান্ডের কোমর ভেঙে দিয়েছেন তিনি। ভারতের হয়ে টেস্টে প্রথম ৫টি উইকেট তুললেন তিনি। শুধু তাই নয়, ইংল্যান্ডের টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন আকাশ দীপ। যেখানে নাম রয়েছে আগের ইনিংসে শতরানের ইনিংস খেলা জেমি স্মিথও। তার এই দারুন বোলিংয়ের জেরেই, প্রথমবারের জন্য এজবাস্টনে টেস্ট জয়ের নজির গড়ল শুভমন গিলের ভারতীয় দল। ম্যাচের শেষে আবেঘন হয়ে পড়েছিলেন আকাশ দীপ। তার বোন এই মুহূর্তে ক্যান্সারের মতো মরণ রোগের সঙ্গে লড়াই করছেন। ফলে তার এই দারুন পারফরম্যান্স এবং এই জয় তিনি উৎসর্গ করেছেন তার বোনের উদ্দেশ্যে। ম্যাচ শেষে তিনি বলেন, “আমার বোন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তবে এখন সে ভালো আছে এবং আমার এই পারফরম্যান্স দেখে সে সবচেয়ে বেশি খুশি হবে। তাই এই জয়টি আমি আমার বোনের জন্য উৎসর্গ করতে চাই”।