রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইপিএলের শুরুতেই বিসিসিআইয়ের তরফে থেকে এক নতুন নিয়ম লাগু করা হয়েছিল। সেই নিয়মানুযায়ী যে সকল ক্রিকেটাররা পাঁচ বছরের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলেননি, তাদেরকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে ধরা হবে। আর সেই ক্রিকেটারদের দলে রিটেন করতে হলে, ৪ কোটি টাকা করে খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। বিগত সময়ে দেখা গেছে ক্রিকেটের বিভিন্ন বড় নামদের নিশানা করেছেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। এবারে তাঁর নিশানায় প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গাভাস্কারের মতে কোটি টাকার লোভই বিগড়ে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে। আর তার দায় সম্পূর্ণ ধোনির। কারণ তার জন্যই আনক্যাপড ক্রিকেটারদের রিটেন করার খরচ এতটা বাড়িয়েছে বিসিসিআই।
গাভাস্কার বলেন, “গত নিলামে আনক্যাপড ক্রিকেটার হিসেবে ধোনিকে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস। ধোনিকে রিটেন করার জন্যই আনক্যাপডদের রিটেন করার খরচ বাড়িয়ে ৪ কোটি করা হয়েছে। ফলে তরুণ ঘরোয়া ক্রিকেটাররা কোটি টাকা পেয়েছে এবং তার ফলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কারণ তাঁরা সকলেই টাকার পেছনে ছুটছে। যার ফলে ওদের রান করার খিদে বা খেলার ইচ্ছে, দুটোই কমে যাচ্ছে”।