রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আগুনে ছন্দে বিরাজ করছেন, ভারতের নবনিযুক্ত টেস্ট অধিনায়ক শুভমন গিল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও দ্বিতীয় ইনিংসে রান আসেনি তার ব্যাট থেকে। তবে থেমে থাকেননি গিল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রান করে, রেকর্ড তৈরি করেছিলেন অধিনায়ক শুভমন গিল। এবারে দ্বিতীয় ইনিংসে আবারও শতরানের ইনিংস এল তার ব্যাট থেকে। ১৬২ বলে ১৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। পাশাপাশি তার শতরানের সুবাদে, ৬০৮ রানের বিরাট লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের সামনে রেখেছে ভারত। এছাড়াও এই সেঞ্চুরিটি হাকিয়ে অনন্য রেকর্ড গড়েছেন গিল। পিছনে ফেলেছেন ভারতে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারকে। ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্টে সর্বাধিক ৩৪৪ রান করেছিলেন তিনি। তবে সেই রেকর্ডকে পেছনে ফেলে, এক টেস্ট ম্যাচেই ৪৩০ রান করলেন গিল। এমনকি অধিনায়ক হিসেবে টেস্টে অভিষেক ম্যাচে, সর্বাধিক রান করে, পিছনে ফেলেছেন সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া বিরাট কোহলিকেও।