রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। মরণ-বাঁচন ম্যাচে বৃষ্টির কাছেই হার মানলো প্যাট কামিন্সের দল। চলতি মরশুমের শুরুটা ভালো করেও, ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি হায়দ্রাবাদ। তাই প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এদিন জিততেই হত তাদের। কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলের অধিনায়ককে।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। শুরু থেকেই দিল্লির ব্যাটারদের চেপে ধরেছিলেন প্যাট কামিন্স, হর্ষল প্যাটেলরা। একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে একমাত্র বড় রান করেন ট্রিস্টান স্টাবস এবং আশুতোষ শর্মা। ৪১ রানে অপরাজিত থাকেন স্টাবস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান তোলে দিল্লি ক্যাপিটালস। হায়দ্রাবাদের হয়ে একাই তিনটি উইকেট তুলে নেন অধিনায়ক প্যাট কামিন্স। একটি করে উইকেট হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকার এবং মালিঙ্গার ঝুলিতে।
মাত্র ১৩৪ রানের লক্ষ্যমাত্রা পেয়েও ম্যাচ জিততে পারল না সানরাইজার্স হায়দ্রাবাদ। বৃষ্টিই তাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। দিল্লির ইনিংস শেষ হতেই, শুরু হয় বৃষ্টি। অবশেষে বৃষ্টি থামলেও, খারাপ আউটফিল্ডের জন্য ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় দুটি দলকে।