Connect with us

বিরাট-গম্ভীরকে কৃতিত্ব রু, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: তার ব্যাট থেকে যখন শতরান এলো অপরপ্রান্তে তখন বিরাট কোহলি। আর তাই নিজের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির কৃতিত্ব দিলেন সতীর্থকেই। যদিও পাশাপাশি কোচ গৌতম গম্ভীর এর অবদান স্বীকার করতেও ভোলেননি রুতুরাজ গায়কোয়ার।

রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমে ১৯৫ রানের জুটি গড়ে তোলেন রুতুরাজ এবং বিরাট। আর নিজের সেঞ্চুরির কৃতিত্ব সতীর্থকে দিয়ে তিনি জানান, “আমার অনেক দিনের স্বপ্ন ছিল বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার। আজ সেই সুযোগ পেয়ে আমি খুবই খুশি। তবে ওর পরামর্শ ছাড়া আমি সেঞ্চুরি করতে পারতাম না। আমাকে ব্যাটিংয়ের ফাঁকেই বিভিন্ন উপদেশ দিয়েছে ও। কিভাবে ফিল্ডিং এর ফাঁক কাজে লাগাতে হবে, কোন লেংথে বল আসতে পারে, কিভাবে সেটা সামলাতে হবে এগুলো জেনে অনেকটা সুবিধে হয়েছে।” এর পাশাপাশি কোচ গৌতম গম্ভীরের প্রসঙ্গে তিনি বলেন, “আগের ম্যাচে ভালো ফল করতে পারিনি তার পরেও প্রথম একাদশে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। একজন ক্রিকেটার এটুকু ভরসা চায় কোচের থেকে। আর গৌতি ভাই সেই ভরসা আমার উপর দেখিয়েছে বলে আমি সত্যিই কৃতজ্ঞ। আমাকে বলেছিল চার নম্বরে খেলতে হবে এবং স্বাভাবিক খেলাই যেন আমি খেলি। চেষ্টা করব আগামী ম্যাচেও ভালো খেলতে।”

প্রসঙ্গত মাঠে নেমেই শুরু থেকে মারমুখী খেলা রুতুরাজের ধরন নয়। বরং তিনি জানিয়েছেন বেশ কয়েকটা বল খেলে পিচে নিজেকে থিতু করে নিয়ে তারপর বড় রানের লক্ষ্যে ব্যাট চালান তিনি। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি নিঃসন্দেহে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকটাই। এখন দেখার আগামী ম্যাচেও ভারতকে ভালো জায়গায় নিয়ে যেতে পারেন কিনা এই তরুণ ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা