রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথমে খেলতেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। তারপর যোগ দেন গুজরাট টাইটান্সে। তবে নতুন দলে যোগ দিয়ে প্রায় পুরনো দলের বিভীষিকা হয়ে ফিরে এলেন সিরাজ। কুড়িয়ে নিলেন ভূয়সী প্রশংসাও। চিন্নস্বামী স্টেডিয়ামে মাত্র উনিশ রান দিয়ে তুলে নিলেন তিনটি উইকেট। তবে তার এই দুরন্ত কামব্যাকের নেপথ্যে রয়েছে চাপা ক্ষোভ এমনটাই মনে করছে ক্রিকেট দুনিয়া। শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলে জায়গা না পাওয়ার জবাব দিলেন আইপিএলের মঞ্চে।
গত মরশুমে যে দলের হয়ে খেলেছেন সেই তাদের মুখোমুখি হওয়া মোটেই সহজ ছিল না সিরাজের জন্য। নিজের সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের এই তরুণ বোলার। বলেছেন, “লাল জামায় এই মাটিতে আমি ৭ বছর খেলেছি। আজ অন্য রঙের জার্সি পরেছি। সত্যি বলতে ব্যাঙ্গালোরের মুখোমুখি হওয়া আমার কাছে একটা আবেগপ্রবণ মুহূর্ত ছিল। তার সাথে কাজ করছিল অনেকটা ভয়। তবে যখনই হাতে প্রথম বলটা তুলে নিই, বুঝতে পারি একটা অদম্য জেদ আমাকে চেপে ধরছে। পরপর ম্যাচ খেলার জন্য নিজের ভুলগুলো নিয়ে ভাবার সময় পাচ্ছিলাম না। তবে মাঝের বিরতিটা আমাকে সাহায্য করেছে সেই ভুলগুলো শুধরে নিতে। এই সময়টায় নিজের ওপর অনেক কাজ করেছি। বোলিং ফিটনেস এগুলোর দিকে নজর দিয়ে গুজরাটে যোগ দিই। তবে আমাকে বলা হয়েছিল গোটা ম্যাচটা নিজের ইচ্ছেমত ভালোবেসে খেলতে।”
প্রসঙ্গত সিরাজের এই অনবদ্য পারফরমেন্সে খুশি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচও। ভবিষ্যতে সিরাজের জন্য অনেক শুভকামনাও জানিয়েছেন তিনি।