রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হার। দ্বিতীয় ম্যাচটি শেষ হয়েছে অমীমাংসিত। সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচটি ভারতের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ। সেই ম্যাচেই দারুন কামব্যাক ভারতের। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে, সিরিজে সমতায় ফিরল সূর্যকুমার যাদবের দল।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। বোলিং করতে এসে শুরুতেই ভারতকে উইকেট এনে দেন অর্শদীপ সিং। প্রথম ওভারেই ট্রাভিস হেড (৬)-এর উইকেট নেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে জশ ইংলিশ (১)-কেও ফেরান তিনি। মিচেল মার্শের (১১) উইকেট নেন বরুণ চক্রবর্তী। রান না করেই মিচেল ওয়েনও। তবে উইকেট পড়লেও, রানের গতিতে খামতি থাকেনি অস্ট্রেলিয়ার। অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে ৫৯ রানের জুটি টিম ডেভিড। ৩৮ বলে ৭৪ রান করেন তিনি। শেষ দিকে চালিয়ে খেলেন মার্কাস স্টয়নিস (৬৯)। ফলে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার রান থামে ১৮৬ রানে। যেখানে তিনটি উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। দুটি পেয়েছেন বরুণ চক্রবর্তী এবং একটি পেয়েছেন শিবম দুবে।
জবাবে ব্যাট করতে এসে শুরুতে ভাল করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা এবং শুভমন গিল। বেশ মারমুখী মেজাজ দেখা জয় অভিষেককে। যদিও ব্যাটে তিনি রান করেছেন মাত্র ২৫। শুভমান গিল ব্যর্থ হন মাত্র ১৫ রান করেই। তারপর ব্যাট করতে এসে ভারতের রানের গতিতে বাড়িয়ে দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ১১ বলে ২৪ রান আসে তাঁর ব্যাট থেকে। অক্ষর প্যাটেল ফেরেন মাত্র ১৭ রানে। তারপর ব্যাট হাতে দারুন পারফরম্যান্স করেন ভারতের উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা (২২)। তাঁর যথাযথ সঙ্গে দিলেন এই ম্যাচে সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দর (৪৯)। যেই কারণে শেষমেশ ৫ উইকেটে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। পাশাপাশি ম্যাচের সেরাও ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং।
