রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আর কিছুদিন বাদেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। তবে তার আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। বিভিন্ন জটিলতার কারণে জার্সির স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে ড্রিম ইলেভেন সংস্থা। তারা বিসিসিআই এর সাথে সমস্ত চুক্তি ছিন্ন করার কারণে আপাতত নতুন স্পনসরের খোঁজ চালাচ্ছে ভারতীয় বোর্ড। তবে এত তাড়াতাড়ি স্পন্সর পাওয়া যে অত সহজ বিষয় নয় এটা প্রায় সকলেই জানে। সেক্ষেত্রে হয়তো কোন স্পন্সরের নাম ছাড়া জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে ভারতীয় দলকে।
যদিও এই ঘটনা নতুন নয়। কারণ আইসিসির রেগুলেশন অনুযায়ী কোন স্পন্সরের নাম দেওয়া জার্সি পরে মাঠে নামার নিয়ম নেই কোন দলের। তবে আইসিসি প্রতিযোগিতা নয় এরকম ক্ষেত্রে এই ঘটনা নতুন। তবে আচমকা স্পন্সরের সরে দাঁড়ানোর ঘটনায় বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে ভারতীয় শিবির। মূলত ভারতীয় সরকারের অনলাইন গেমিং এর উপর ব্যান চালু হওয়ার পরেই এরকম সিদ্ধান্ত নিয়েছে ড্রিম ইলেভেন সংস্থা। ২০২৩ এ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল এই সংস্থা। ৪৪ মিলিয়ন ইউএসডি (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 358 কোটি) বিনিময়ে চুক্তি হয়েছিল বিসিসিআইয়ের সাথে। এবং কথা ছিল ২০২৬ পর্যন্ত ভারতের দলকে স্পনসর করবে ড্রিম ইলেভেন। তবে আচমকা সরে দাঁড়ানোর পরেই খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নতুন স্পন্সরদের বিডিং এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগ্রহী সংস্থারা সময় পাবেন আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপে ভারতীয় দল নামবে কোন সংস্থার স্পনসরশিপ ছাড়াই।
প্রসঙ্গত স্পন্সরজনিত সমস্যার মুখোমুখি এর আগেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে হতে হয়েছিল ২০১৯ সালে। তৎকালীন স্পন্সর ওপো আচমকাই চুক্তি ছিন্ন করলে বাইজুসকে বেছে নিয়েছিল বিসিসিআই, এবং পরে এই দায়িত্ব নেয় ড্রিম ইলেভেন।