Connect with us

বড় ঘোষণা আইসিসির, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ৩০ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলা ওডিআই বিশ্বকাপ। আর তার আগে বড় ঘোষণা এলো আইসিসির পক্ষ থেকে। এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে থাকবে বিশাল বড় অংকের অর্থ, এমনটাই জানালো আইসিসি।

প্রতিযোগিতার পুরস্কার অর্থ ধার্য করা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ইউএসডি যা ২০২২ এর অর্থ পরিমাণের প্রায় চারগুণ এর কাছাকাছি। আরো বড় চমক হল পুরুষ ওডিআই বিশ্বকাপে ২০২৩ সালের পুরস্কার অর্থ ছিল ১০ মিলিয়ান ইউএসডি। সেই অংকের পরিমাণকেও ছাপিয়ে গেল এবারের ঘোষণা। এই প্রসঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, “মহিলা ক্রিকেটে নিঃসন্দেহে এটি একটি মাইলস্টোন। চারগুণ পরিমাণ পুরস্কার অর্থ ধার্য করার মধ্যে দিয়ে নিঃসন্দেহে আইসিসি বোঝাতে চাইছে মহিলা ক্রিকেটের বিষয়ে তারা কতখানি দায়বদ্ধ। আমরা একটাই বার্তা দিতে চাইছি মহিলা ক্রিকেটাররা যদি ক্রিকেটকে নিজেদের প্রফেশন হিসেবে বেছে নেন তাহলে পুরুষ ক্রিকেটারদের সমান মর্যাদা পাবেন তারা।”

প্রসঙ্গত প্রতিটি ধাপেই অর্থের পরিমাণ বাড়িয়েছে আইসিসি। বিজয়ী দল পাবে ৪.৪৮ মিলিয়ন ইউএসডি, এবং রানার্স আপ দল পাবে ২.২৪ মিলিয়ন ইউএসডি। এছাড়াও সেমিফাইনালে পৌঁছানো বাকি দুই দলের প্রত্যেকেই পেতে চলেছে ১.১২ মিলিয়ন ইউএসডি করে পুরস্কার অর্থ। পঞ্চম এবং ষষ্ঠ স্থানের অধিকারী দল দুটি পাবে ৭০০০০০ ইউএসডি, সপ্তম ও অষ্টম স্থানের জন্য ধার্য হয়েছে ২৮০০০০ ইউএসডি। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী দলকেই দেওয়া হবে ২৫০০০০ ইউএসডি পরিমাণ অর্থ। অংশগ্রহণকারী আটটি দল আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা খেলবে ভারত এবং শ্রীলঙ্কায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা