Connect with us

মাঠে ফিরছেন রোহিত? বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৫ আইপিএল এর পর মাঠের বাইরেই ছিলেন রোহিত। তবে আবারও দেশের হয়ে মাঠে নামার সময় চলে এলো। এই বছরের শেষেই অস্ট্রেলিয়া সফরে ওডিআই ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। তার আগে বিসিসিআইয়ের ফিটনেস টেস্টও পাশ করলেন। তবে অনেকেই মনে করছেন এই অস্ট্রেলিয়া সফরের পরেই হয়তো একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরে দাঁড়াবেন হিটম্যান।

এই মরসুমের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমেছিলেন রোহিত। তবে আইপিএল চলাকালীনই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। কিন্তু সেই সময় ভারতীয় বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় টেস্ট থেকে অবসর নেওয়ার পরেও ওডিআই দলের অধিনায়ক থাকবেন রোহিতই। যদিও বিগত আগস্ট মাস থেকেই দলে তার জায়গা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই রোহিতকে চাপ দেওয়া হচ্ছে ঘরোয়া ক্রিকেটে জোর দেওয়ার জন্য। খুব সম্ভবত ২০২৭ বিশ্বকাপের দলে তার জায়গা পাকা করার জন্য বোর্ডের এই সিদ্ধান্ত। যদিও টি-টোয়েন্টি এবং টেস্ট দুরকম ফরম্যাট থেকেই অবসর নেওয়ার কারণে এই মুহূর্তে মাঠে নামতে হবে না রোহিত শর্মাকে, তবে অনেকেই মনে করছেন বিসিসিআই ফিটনেস টেস্টে পাস করার পরে অক্টোবরে অস্ট্রেলিয়া উড়ে যেতে পারেন হিটম্যান। আবার এমনও শোনা যাচ্ছে হয়তো নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নেওয়ার জন্য ইন্ডিয়া এ দলের হয়ে মাঠে নামতে পারেন রোহিত। সেক্ষেত্রে সেপ্টেম্বর ৩০ অক্টোবর ৩ এবং ৫ এ কানপুরে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন রোহিত শর্মা।

প্রসঙ্গত আগামী কিছুদিন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সেই কাটাবেন ওডিআই অধিনায়ক। শোনা যাচ্ছে নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত অপেক্ষা করবেন রোহিত নিজেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা