Connect with us

দ্রাবিড়ের ইস্তফা জল্পনা, প্রকাশ্যে নতুন কারণ; বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রাজস্থান রয়্যালসের কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। গত ৩০ শে আগস্ট এই খবর সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টের সঙ্গে একাধিক বিষয়ে মতপার্থক্য ঘটার কারণেই সরে দাঁড়িয়েছেন দ্রাবিড়। এমনকি এটাও মনে করা হচ্ছে দল থেকে সঞ্জু স্যামসাং এর চলে যাওয়া এবং তার পরিবর্তে রিয়ান পরাগের অধিনায়কের দায়িত্ব পাওয়া বিষয়টা মেনে নিতে পারছেন না হেড কোচ। আর এই বিষয়েই প্রথম গন্ডগোলের সূত্রপাত।

রাজস্থানের পক্ষ থেকে শনিবার জানানো হয় কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন দ্রাবিড়। তবে পাশাপাশি এটাও বলা হয় আগামীদিনে রাজস্থান দলের হয়ে বৃহত্তর দরজা খোলার সুযোগ দেওয়া হয়েছিল তাকে যা তিনি গ্রহণ করেননি। এক্ষেত্রে মনে করা হচ্ছে রাজস্থানের গোটা বিশ্বব্যাপী যে অন্যান্য দলগুলি রয়েছে সেগুলির কোন একটি বড় ভূমিকায় দ্রাবিড়কে নিযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি নিজেই। এদিন ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সরকারি একটি বিবৃতিতে বলা হয়, “ফ্রাঞ্চাইজির পরিকাঠামোগত রিভিউ এর পর রাহুলকে বড় দায়িত্ব দেওয়া হয়েছিল অন্তর্বর্তী ক্ষেত্রে, যদিও তিনি সেটা গ্রহণ করেননি। রাজস্থান রয়্যালস, দলের খেলোয়াড় এবং লক্ষ্য সমর্থকদের পক্ষ থেকে আমরা রাহুলকে ধন্যবাদ জানাই ফ্রাঞ্চাইজির প্রতি ওর দায়বদ্ধতা এবং দারুণ কাজের জন্য।” এই বিষয়ে মুখ খুলেছেন এক আইপিএল আধিকারিক, এবং তিনি স্পষ্টই জানিয়েছেন যে কেন এই সিদ্ধান্ত গ্রহণ করেনি দ্রাবিড়। “আপনারা যদি কেউ কখনো কোন আইপিএল দলের সঙ্গে কাজ করেন তাহলে বুঝবেন, দলের পক্ষ থেকে বৃহত্তর ভূমিকা কথার অর্থ হল শাস্তিমূলক প্রমোশন। এক্ষেত্রে দলের গঠন প্রক্রিয়ায় কোন ভূমিকাই থাকবে না তার।”

প্রসঙ্গত গত মরসুমের আইপিএলে মোট আটবার দলকে নেতৃত্ব দিয়েছিলেন রিয়ান পরাগ। এই ক্ষেত্রে কোনো না কোনো কারণবশত দলে ছিলেন না সঞ্জু। তবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি চেন্নাই সুপার কিংসের হয়ে যোগ দিতে চলেছেন সঞ্জু। আর তার পরিবর্তে অধিনায়কের নাম হিসেবে উঠে আসছে রিয়ান পরাগের নাম। যদিও অনেকেরই বিশ্বাস এটাই দ্রাবিড়ের সরে দাঁড়ানোর কারণ তবুও এখনো এই বিষয়ে মুখ খোলেননি দ্রাবিড় নিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা