রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে হেরে, এই মুহূর্তে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। ২ জুলাই দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নামবে যশস্বী-রাহুলরা। কিন্তু সেই টেস্টে নামার আগে, অধিনায়ক শুভমন গিলের কাছে একটা বড় চিন্তার বিষয় হল ভারতের বোলিং বিভাগ। প্রথম টেস্টে জসপ্রীত বুমরাহ ছাড়া কেউই সেভাবে নজর কাড়তে পারেননি। যা খবর তাতে দ্বিতীয় টেস্টে হয়তো নাও খেলতে পারেন বুমরাহ। সেক্ষেত্রে তার জায়গা কে নেবেন? এছাড়াও টেস্ট সিরিজের আগে দীর্ঘদিন সাদা বলের ক্রিকেটে মত্য ছিল ভারতীয় ক্রিকেটাররা। আইপিএল এবং তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি, দুই ক্ষেত্রেই সাদা বলে বোলিং করতে হয়েছে ভারতীয় বোলারদের। তবে কি এটাই লাল বলে বোলিংয়ে ভরাডুবির মূল কারণ? যদি সেটা হয়েও থাকে তবে সেই জিনিসটিকে এড়াতে এবারে নেটে অভিনব অনুশীলন করলেন ভারতীয় বোলাররা। দেখা যায় অনুশীলনে দুই রংয়ের একটি বলে অনুশীলন করছেন ভারতীয় বোলাররা। যেই বলটির একদিকের রং সাদা এবং আরেকদিকের রং লাল। বিশ্বক্রিকেটে এই বলটি “টু কালারড বল” নামে পরিচিত। বিভিন্ন দল অনুশীলনের সময় তাদের বোলারদের এই বল দিয়ে অনুশীলন করিয়ে থাকে। মূলত লাল এবং সাদা বলের ভারসাম্য বজায় রাখতেই, এই বল দিয়ে অনুশীলন করানো হচ্ছে ভারতীয় বোলারদের।