Connect with us

বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে ছেড়ে ছেড়ে দিল নাইট রাইডার্স, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয় কলকাতা নাইট রাইডার্স এর উদ্দেশ্যে। স্পষ্ট জানানো হয় মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েই দল গঠন করতে হবে কেকেআরকে। আর এই নির্দেশ পাওয়ার পরেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি।

বোর্ডের নির্দেশ পাওয়ার পর একটি বিবৃতি জারি করা হয় কলকাতার নাইট রাইডার্স এর পক্ষ থেকে। সেই বিবৃতিতে সরকারিভাবে জানানো হয়, “নাইট রাইডার্স এর পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে আইপিএল নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মরশুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশ এবং পরামর্শর ভিত্তিতেই যথাযথ প্রক্রিয়া নেওয়া হয়েছে এবং বাংলাদেশের এই ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বোর্ড একজন পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে দলকে। এই ব্যাপারে বিস্তারিত তথ্য উচিত সময় জানানো হবে।” প্রসঙ্গত অভিজ্ঞ এই বোলারকে দল থেকে ছেড়ে দেওয়ার ফলে একদিকে যেমন কলকাতার ক্রিকেটার সংখ্যা কমে গেছে, অন্যদিকে তেমনি দলে তৈরি হয়েছে একটি ফাঁকা জায়গাও। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এক্ষেত্রে কলকাতাকে নতুন পরিবর্ত ক্রিকেটার নেওয়ার অনুমতি দিয়েছে ইতিমধ্যেই। এখনো পর্যন্ত কে পরিবর্ত হিসেবে দলে যোগ দেবেন যদিও তা জানানো হয়নি নাইট রাইডার্স এর পক্ষ থেকে, তবে মনে করা হচ্ছে মরশুম শুরুর আগেই এই সমস্যা মিটে যাবে।

প্রসঙ্গত মোট ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কেকেআর। তবে এক্ষেত্রে কোনো রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে না কলকাতাকে। কারণ আইপিএলের নিয়ম অনুযায়ী যদি ক্রিকেট বহির্ভূত কোন কারনে ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে বিষয়টি যেহেতু দলের নিয়ন্ত্রণে নেই তাই চুক্তি রক্ষার কোন প্রশ্নই ওঠে না। এক্ষেত্রে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া কেকেআরের সিদ্ধান্ত নয়, বরং এটি একটি ব্যতিক্রমী কারণ যা কার্যকর হয়েছে বোর্ডের সিদ্ধান্তে। আর তাই মুস্তাফিজুর কে কোন রকম অর্থ ক্ষতিপূরণ দিতে হবে না কেকেআর কর্তৃপক্ষকে। অন্যদিকে পুরো ৯ কোটি ২০ লক্ষ টাকাই ফের নতুন ক্রিকেটার নেওয়ার জন্য কাজে লাগাতে পারবে কলকাতা নাইট রাইডার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা