রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মেন্টর এবং ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু কখনো সরাসরি কোচের ভূমিকায় দেখা যায়নি সৌরভ গাঙ্গুলিকে। তবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস এর কোচ হিসেবে হাতেখড়ি হয়েছিল তার। যদিও প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল তার দল।
ডেওয়াল্ড ব্রেভিস, কেশব মহারাজের মতো ক্রিকেটারদের নিলামে কিনেছিলেন কোচ গাঙ্গুলি। কিন্তু তারপরেও মাঠে খেলতে নেমে যথেষ্ট হতাশ করল তার দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে জোহানেসবার্গ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই হয়েছিল প্রিটোরিয়ার। দুই ওপেনার উইল স্মিদ ও ব্রাইস পার্সনস ৭১ রান যোগ করেন স্কোরবোর্ডে। পাওয়ার প্লেতে ওঠে ৪৮ রান। কিন্তু নবম ওভারে স্মিদ আউট হওয়ার পরেই দেখা দেয় সমস্যা। ৭১ রানে ১ উইকেট থেকে ৮৯ রানে ৫ উইকেট, খুব কম সময়ের মধ্যেই ধসে পড়ে ব্যাটিং লাইন আপ।
গত মরশুমের পয়েন্ট টেবিলে ৫ নম্বরে শেষ করতে হয়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালসকে। তাই জনাথন ট্রটকে সরিয়ে সৌরভ গাঙ্গুলিকে কোচ করার সিদ্ধান্ত নিয়েছিল ম্যানেজমেন্ট। তবে সেই হার দিয়েই শুরু করলেন সৌরভ। ফলে এখন দেখার আগামী ম্যাচগুলিতে আদেও তার কোচিংয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না দল।
