রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় ফুটবলে একের পর নজির গড়েছেন ভারতের মহিলা ফুটবলাররা। যেখানে ইস্টবেঙ্গলের মহিলারা সদ্য নেপাল থেকে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছেন। এদিকে ভারতের মহিলা জাতীয় দলও যথেষ্ট ভাল ছন্দে রয়েছে। সেই ছন্দকে এগিয়ে নিয়ে যেতেই এবারে কোচেদের কোচিং ডিগ্রি কোর্সের আয়োজন করেছে ফিফা ওমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্কলারশিপ। যেখানে দুজন ভারতীয় কোচ এমএস. ঋতুজা গুন্বন্ত, এবং এমএস শুধা রানি এই মাসেই এএফসি ‘এ’ ডিপ্লোমা কোর্সে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এআইএফএফ টেকনিক্যাল ডিরেক্টর মি. সাবির পাশা এবং এআইএফএফ হেড অফ কোচ ডেভেলপমেন্ট মি. বিবেক নাগুলের দ্বারা এই দুই কোচকে স্কলারশিপের জন্য সুপারিশ করেছিলেন। পরবর্তীতে ফিফা উইমেনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগের পক্ষ থেকে তাঁদের প্রোফাইল যাচাই ও অনুমোদন করা হয় এবং দুই কোচকে সম্পূর্ণভাবে সহায়তা করার বিষয়টি নিশ্চিত করা হয়।
