রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চোটের কারণে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট এবং ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়ে হিলেন অধিনায়ক শুভমন গিল। যদিও প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ মত হের টি-টোয়েন্টি সিরিজে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। আগামী বছর হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই সেই বিশ্বকাপের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। যেখানে নাম নেই শুভমন গিলের। কিন্তু বিশ্বকাও দলে না থাকলেও, এবারে বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে পঞ্জাবের এই ব্যাটারকে। আগামী ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে অভিযান শুরু করবে পঞ্জাব। যেখানে খেলবেন শুভমন। তিনি ছাড়াও বিজয় হাজারে ট্রফিতে পঞ্জাব দলে খেলবেন প্রভসিমরন সিং, নমন ধীর, রমনদীপ সিং, হরপ্রীত ব্রারের মতো খেলোয়াড়রা। এদিকে আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে ওডিআই সিরিজ। ফলে সেই সিরিজে খেলতে নামার আগে, বিজয় হাজারে ট্রফিতে থেকে নিজেকে তৈরি করে নিতে পারবেন ভারতীয় টেস্ট এবং ওডিআই দলের অধিনায়ক শুভমন গিল।
