রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার দশম সংস্করণে দাতব্য উদ্যোগে ইতিমধ্যেই সংগ্রহ হয়েছে ৩২.১২ লক্ষ টাকা। কর্পোরেট সংস্থা, ব্যক্তিগত দাতা, দৌড়বিদ ও ৪০টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রচেষ্টায় এই অর্থ সংগ্রহ সম্ভব হয়েছে। আগামী ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে তহবিল সংগ্রহ।
ইমপ্যাক্ট ৩৬০ ফাউন্ডেশনের নেতৃত্বে পরিচালিত এই দাতব্য প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য, শিশু সুরক্ষা সহ ১২টিরও বেশি সামাজিক ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হবে। ২০১৪ সাল থেকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ৭৫টিরও বেশি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য এই প্ল্যাটফর্ম প্রায় ৪.৭০ কোটি টাকা সংগ্রহ করেছে।
১৬ ডিসেম্বর আয়োজিত সাংবাদিক সম্মেলনে শীর্ষ তহবিল সংগ্রাহক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা ও তরুণ নেতৃত্ব তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন। ইমপ্যাক্ট৩৬০ ফাউন্ডেশনের সিইও দেবাশিস রায় চৌধুরী বলেন, “দশ বছরের এই যাত্রা কেবল একটি দৌড় নয়, এটি সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী আন্দোলন।”
প্রোক্যাম ইন্টারন্যাশনালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক বিবেক সিং জানান, এই দৌড় প্রমাণ করে খেলাধুলা ও মানবিক উদ্যোগ একসঙ্গে সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।
আগামী ২১ ডিসেম্বর রবিবার ঐতিহাসিক রেড রোড থেকে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার সূচনা হবে।
