রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মাঠে নেমেছিল বাংলা। গ্রুপ পর্বের ম্যাচ হলেও, এদিনের জয়ী দলই পরের রাউন্ডে জায়গা করে নিল। কিন্তু সেই ম্যাচেও জিততে পারল না অভিমন্যু ঈশ্বরণের দল। হরিয়ানার কাছে ২৪ রানে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে ছিটকে গেল বাংলা। প্রতিযোগিতার শুরুতে ভাল জায়গাতেই ছিল লক্ষ্মীরতন শুক্লার দল। কিন্তু শেষ ম্যাচে পুদুচেরীর বিরুদ্ধে হারের পর অঙ্কটা কঠিন হয়ে যায়।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে হরিয়ানা। জবাবে ১৬৭ রানে শেষ হয় বাংলার ইনিংস। বাংলাকে হারিয়ে মুস্তাক আলি ট্রফির পরের রাউন্ডে পৌঁছে গেল হরিয়ানা। মরণ-বাঁচন ম্যাচে রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন অভিষেক পোড়েল। ৪৭ রানের একটা ইনিংস খেলেন তিনি। ৪৪ রান করেন ঋত্বিক চ্যাটার্জি। বাকিরা কেউ বড় রান করতে পারেননি। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও এদিন ব্যাট হাত ব্যর্থ হন। ফলে ম্যাচ জেতার জন্য প্রয়োজনীয় রান তুলতে পারেনি বাংলা।
