রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে নেইমার মাঠে নামবেন কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে চোট উপেক্ষা করেও নিজের প্রিয় ক্লাব স্যান্টোসে জন্য মাঠে নামলেন নেইমার। শুধু তাই নয়, পরপর তিনটি ম্যাচ জিতিয়ে স্যান্টোসকে অবনমনের হাত থেকে বাঁচালেন তিনি। সোমবার ক্রুজেইরোর বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে স্যান্টোস। এদিন নেইমার গোল না করলেও, গত দুটি ম্যাচে গোল পেয়েছিলেন তিনি। তবে এদিন শেষ ম্যাচে নব্বই মিনিট মাঠে থেকে দুরন্ত ফুটবল খেলেন নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা বলেন, “এবার অস্ত্রোপচার করানোর অপেক্ষায় আছি। দলের জন্য যা দরকার সেটা করেছি। সকলেই আমাকে উজ্জীবিত করেছে।”
