Connect with us

ইস্টবেঙ্গলের স্বপ্নের সলিলসমাধি! রুদ্ধশ্বাস লড়াই শেষে সাডেন ডেথে ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সুপার কাপ ফাইনালে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবেই ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল মানোলো মার্কুয়েজ রোকার দল। অন্যদিকে, নিজেদের দ্বিতীয় সুপার কাপ জয়ের লক্ষ্যে ছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু নব্বই মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পরেও দুই পক্ষকে আলাদা করা যায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। অবশেষে টাইব্রেকারে

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল রক্ষণে চাপ তৈরি করতে থাকে এফসি গোয়া। ফলস্বরূপ ৩ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন সিভেরিও টোরো। বোরহা হেরেরার ভাসানো বলে মাথা ছোঁয়াতে পারলেই এগিয়ে যেতে পারত মানোলো মার্কুয়েজ রোকার দল। প্রতি আক্রমণে চাপ তৈরি করার চেষ্টা করে ইস্টবেঙ্গলও। অন্যদিকে বলের দখল রেখেও গোলমুখ খুলতে পারছিল না এফসি গোয়া। একাধিকবার বিপক্ষ রক্ষণ ভেদ করে গোলের কাছাকাছি পৌঁছে গেলেও, কাজের কাজটা করে উঠতে পারেননি মিগুয়েল, মহেশরা। সুযোগ কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত অস্কার ব্রুজোর দল। যদিও সেমিফাইনালে লাল কার্ড দেখায় এদিন ডাগ আউটে বসতে পারেননি ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেড কোচ।

দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন ব্রাইসন ফার্নান্ডেজ, সিভেরিওরা। কিন্তু একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিলেন না তারা। ৫১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ব্রাইসন। অন্যদিকে, ৬৩ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ নষ্ট করেন হিরোশি ইবুসুকি। ৭৪ মিনিটে এফসি গোয়ার গোলরক্ষক ঋত্বিক তিওয়ারিকে প্রায় পরাস্ত করে ফেলেছিলেন পিভি বিষ্ণু। মিগুয়েলের বাড়ানো বল ধরে গোলমুখী শট নিয়েছিলেন বিষ্ণু। প্রথম প্রচেষ্টায় বল তালুবন্দী করতে পারেননি ঋত্বিক। তবে বল গোল লাইন অতিক্রম করার আগেই বিপদমুক্ত করেন তিনি। ইস্টবেঙ্গল গোলের আবেদন করলেও, রেফারি নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন। মিনিট চারেক পরেই ব্রাইসনের জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৮১ মিনিটে আরও একবার পল মোরেনোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। অবশেষে নির্ধারিত সময়ে খেলার নিষ্পত্তি না হওয়ায়, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে দুটি দলই নিজেদের অর্ধে বল রেখে আক্রমণ করার চেষ্টা চালাতে থাকে। অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল এফসি গোয়া। কিন্তু আবারও সুযোগ নষ্ট করেন সিভেরিও। পরের মিনিটেই জোড়া সেভ করে ইস্টবেঙ্গলের নিশ্চিত পতন রোধ করেন প্রভসুখন গিল। ১১৩ মিনিটে সউল ক্রেসপোর দূরপাল্লার শট রুখে দেন ঋত্বিক তিওয়ারি। পরের মিনিটেই সুবর্ণ সুযোগ নষ্ট করেন টিমোর। শেষ পর্যন্ত ১২০ মিনিটের পরেও খেলার ফলাফল অপরিবর্তিত থাকে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম পেনাল্টি থেকে ইস্টবেঙ্গল গোল করলেও, বোরহার শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। অন্যদিকে শ্যুট আউটের চতুর্থ শট বাইরে মেরে বসেন রশিদ। শেষ পর্যন্ত টাইব্রেকারেও ৪-৪ গোলে ম্যাচে সমতা বজায় থাকে। অবশেষে, সাডেন ডেথে খেলার নিষ্পত্তি হয়। পিভি বিষ্ণুর শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। গোল করে এফসি গোয়াকে চ্যাম্পিয়ন করেন সাহিল টাবোরা। ৬-৫ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হল এফসি গোয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা