রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। অন্যদিকে, ১৬ নভেম্বর কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে অসমের বিরুদ্ধে মাঠে নামবে বাংলা। ইতিমধ্যেই বৃহস্পতিবার বাংলার দল ঘোষণা করা হয়েছে। দলে নাম রয়েছে মহম্মদ শামির। সূত্রের খবর, প্রথম একাদশে থাকবেন ভারতীয় এই তারকা পেসার। একদিকে যখন ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে ভারত, তখন কল্যাণীতে অগ্নিপরীক্ষা মহম্মদ শামির। কারণ কল্যাণীতে বাংলার ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেন জাতীয় দলের নির্বাচক অজিত আগরকর। কিছুদিন আগেই মহম্মদ শামির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিতর্ক প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে মহম্মদ শামিকে জাতীয় দলে ডাকা হবে না, তার দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট মহল।
