রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জার্মানির ফ্রেডেরিক সোভেনের কাছে তৃতীয় রাউন্ডে হেরে, ফিডে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের দাবাড়ু ডি গুকেশ। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসাবে শুরু করেছিলেন। কিন্তু শুরুতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ১৯ বছর বয়সি এই দাবাড়ু। প্রথম গেমে জার্মান গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে ড্র করেন গুকেশ। দ্বিতীয় ক্লাসিক্যাল গেমেও ১.৫-০.৫ ব্যবধানে হেরে যান তিনি। যদিও তার উপরে আশা ছিল গোটা দেশের। কিন্তু শেষ পর্যন্ত আশা জাগিয়েও হেরে গেলেন গুকেশ। ম্যাচ শেষে গুকেশের কোচ গ্রেজেগর্জ গায়েভস্কি বলছেন, “ওর বয়স মাত্র ১৯। কিন্তু প্রতিযোগিতাটা খুবই কঠিন। সেখানে যে ও সব সময় জিতবে, সেই প্রত্যাশা করাটাও যুক্তিযুক্ত নয়”।
